shono
Advertisement
Indore

ভরসা নেই পুলিশে! খুন হওয়ার ভয়ে হেলমেটে সিসিটিভি লাগিয়ে পথে ইন্দোরের যুবক, ব্যাপারটা কী?

ভিডিও ভাইরাল হতেই শোরগাল এলাকায়।
Published By: Gopi Krishna SamantaPosted: 06:31 PM Jul 13, 2025Updated: 06:31 PM Jul 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের উপর আর ভরসা নেই, সেই কারণে হেলমেটে ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক! ইন্দোরের গৌরীনগরের এমন ঘটনায় হতবাক সকলে। বাড়ির বাইরে পা রাখলেই ক্যামেরা লাগানো হেলমেট পড়ছেন ওই যুবক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ইন্দোরের সর্বত্র এখন এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

Advertisement

ওই যুবকের দাবি অনুসারে, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা চলছে তাঁর। ওই প্রতিবেশী তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। একাধিকবার পুলিশকে জানালেও কোনও সুরাহা হয়নি বলে তাঁর অভিযোগ। তাই একপ্রকার বাধ্য হয়েই নিজের সুরক্ষার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন ওই যুবক।

এদিকে সোশাল মিডিয়ায় ওই যুবকের অভিনব হেলমেট পড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে যুবকের এমন কাণ্ড দেখে হাসাহাসি করলেও, অনেকে এই ঘটনার অন্তরালে এক যুবকের বাস্তব পরিস্থিতির চিত্র দেখতে পাচ্ছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি জমিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। অভিযোগের ভিত্তিতে মিমাংসা করার চেষ্টাও করা হয়েছে। তবে নতুন করে কোনও অভিযোগ এলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এদিকে ওই যুবক ও তাঁর পরিবারের কথা অনুযায়ী, বারবার তাঁরা আর আশ্বাস চাইছেন না। সবসময় আতঙ্কের মধ্যে না থেকে, এই ঘটনার একটি স্থায়ী সমাধান চাইছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশের উপর আর ভরসা নেই, সেই কারণে হেলমেটে ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক!
  • ইন্দোরের গৌরীনগরের এমন ঘটনায় হতবাক সকলে।
  • বাড়ির বাইরে পা রাখলেই ক্যামেরা লাগানো হেলমেট পড়ছেন ওই যুবক।
Advertisement