সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহবিচ্ছেদের মামলা চলছিল ষাটোর্ধ্ব এক ব্যক্তির। আর সেই মামলার ফলাফল কী হবে তাই নিয়েই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতেই যাত্রী বোঝাই চলন্ত ট্রেনের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায় রাজধানী সিওলে। ৬৭ বছর বয়সি ওন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বিবাহবিচ্ছেদের মামলার ফলাফলের অবসাদ থেকেই তিনি এমন কাজ করেছেন, নাকি এর পিছনে অন্য কারন রয়েছে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
গত ৩১ মে হান নদীর নীচ দিয়ে ট্রেনটি যাওয়ার সময় এমন ঘটনা ঘটান ওন। সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নিজের ব্যাগ থেকে পেট্রোল বের করে তা ট্রেনের মধ্যে ঢেলে দিচ্ছেন ওই ব্যক্তি। এই ঘটনার পর সেখানে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
এরইমধ্যে ট্রেনের মধ্যে আগুন ধরিয়ে দেন ওন। দাউদাউ করে জ্বলে ওঠে মাটির নীচে চলমান ট্রেনের কামরা। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ২২ জন যাত্রী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বাকি ১২৯ যাত্রীকে উদ্ধার করে প্ল্যাটফর্মের মধ্যেই চিকিৎসা করা হয়। ট্রেনের মধ্যে আগুন ধরানো ওই ব্যক্তিও অসুস্থ হয়ে পড়েন। তাঁরও চিকিৎসা করা হয়।
এই ঘটনার পর ৯ জুন গ্রেপ্তার করা হয় ওনকে। অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পেরেছেন বিবাহবিচ্ছেদের মামলার ফলাফলের হতাশা থেকেই ওন এই কাজটি করেছিলেন। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৩০ মিলিয়ন ওন (ভারতীয় মূল্যে দু’কোটি টাকার বেশি) ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
