shono
Advertisement

Breaking News

Nadia

শখের দাম লাখ টাকা! গাড়ি কেনার সার্মথ্য নেই, নিজেই জিপ বানালেন নদিয়ার যুবক

গাড়ি দেখতে সাগরের বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।
Published By: Subhankar PatraPosted: 05:42 PM May 25, 2024Updated: 05:42 PM May 25, 2024

সঞ্জিত ঘোষ, নদিয়া: অভাব নিত্যসঙ্গী। পেশায় টোটো মিস্ত্রি। চার চাকার গাড়ি চড়ার শখ থাকলেও তা কেনার ক্ষমতা নেই। তা বলে থেমে থাকা কেন! ছয় মাসের চেষ্টায় নিজেই তৈরি করে ফেললেন চার চাকার গাড়ি। যুবকের কীর্তিতে অবাক হলেও অবিশ্বাস করছেন না স্থানীয়রা। গাড়ি দেখতে ভিড় জমাচ্ছেন তাঁরা।

Advertisement

নদিয়া-মুর্শিদাবাদ (Nadia-Murshidabad) সীমান্ত লাগোয়া গোপালপুরের বাউসমারি গ্রামের বাসিন্দা সাগর সর্দার। মা, স্ত্রী ও দুই ভাইকে নিয়ে তাঁর সংসার। টোটো সারানোর পাশাপাশি তা তৈরিও করেন। তবে যা আয় হয় তাতে বেশ কষ্ট করেই চলে সংসার।

[আরও পড়ুন: ভিডিও পোস্ট করে নন্দীগ্রামে অবাধ ছাপ্পার অভিযোগ দেবাংশুর, টিকল না কমিশনে]

তবে শখের দাম লাখ টাকা! চার চাকা গাড়ি কেনার সার্মথ্য না থাকলেও নিজের হাতেই ব্য়াটারি চালিত জিপ বানালেন সাগর। সাগরের মা জরিনা বিবি জানাচ্ছেন, ছোট থেকেই খেলনা থেকে বিভিন্ন জিনিস নিজেই বানিয়ে ফেলতেন। তবে এবার খেলনা না, বানিয়েছেন সত্যিকারের গাড়ি।

টোটো (Toto) সারানো ও বানানোর পাশাপাশি প্রায় ৬ মাসের চেষ্টায় বেশ কিছু টাকা ধার করে, স্ত্রীর গয়না বন্ধক রেখে গাড়ি বানিয়েছেন সাগর। শখের জন্য তা বানালেও এখন সেটাই বিক্রি করতে চাইছেন সাগর। তিনি বলেন, "আমার ইচ্ছা ছিল গাড়ি কেনা। আর্থিক সংকট থাকায় তা কেনা সম্ভব হয়নি। যন্ত্রপাতি নিয়ে এসে তৈরি করি গাড়ি। সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয়েছে।" খানিক থেমে তিনি যোগ করেন, "এখন এটা বিক্রি করতে চাই। বিক্রি হলে পরে আবার বানাব।"

[আরও পড়ুন: পুরুলিয়ায় ৫টি ইভিএমে বিজেপির ট্যাগ, পূর্ণাঙ্গ রিপোর্ট তলব কমিশনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নদিয়া-মুর্শিদাবাদ সীমান্ত লাগোয়া গোপালপুরের বাউসমারি গ্রামের বাসিন্দা সাগর সর্দার।
  • চার চাকা গাড়ি কেনার সার্মথ্য না থাকলেও নিজের হাতেই ব্য়াটারি চালিত জিপ বানালেন সাগর।
  • শখের জন্য তা বানালেও এখন সেটাই বেঁচতে চাইছেন সাগর।
Advertisement