সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষকতা কী এতই সহজ? সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতেই এমন লাখ টাকার প্রশ্ন উঠতে শুরু করেছে। অরুণাচল প্রদেশের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বছর চারেকের এক খুদে স্কুল থেকে পালানোর জন্য সবধরনের চেষ্টা করছে। পিঠে ব্যাগ নিয়ে রাস্তার দিকে দে ছুট...। আর তার পিছনে পিছনে ছুটছেন স্কুলের শিক্ষিকা। তিনিই পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিওতেই তাঁকে বলতে শোনা যাচ্ছে, এ হল এক ধরনের ‘সংগ্রাম’, যার মধ্যে দিয়ে প্রতিদিন যেতে হয় স্কুল শিক্ষকদের।
সোনম জাংমু নামের ওই শিক্ষিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুল থেকে পালিয়ে যেতে ‘নাছোরবান্দা’ ওই খুদেকে আটকাতে ‘জান প্রাণ’ সপে দিচ্ছেন সোনম। প্রথমে খুদের পিছনে পিছনে ছুটে তাকে আটকান তিনি। এরপরে তাকে স্কুলে ফিরিয়ে নিয়ে যেতে চান। এতেই ক্ষুদ্ধ হয়ে যায় খুদে পড়ুয়া। একসময় তো রেগে গিয়ে রাস্তার মধ্যেই বসে পড়ে সে। এরপরই শিশুটিকে স্কুলে ফিরিয়ে নিয়ে যেতে একের পর এক গিফ্ট দিতে থাকেন শিক্ষিকা। প্রথমে তাকে একটি কেক দেওয়া হয়। তারপরেই দেওয়া হয় একটি টিফিন বক্স। যদিও তাতেও রাজি করানো যায়নি খুদে পড়ুয়াকে।
এদিকে ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত ৪ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। ভিডিওটির কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘খুদেটি স্কুল থেকে পালিয়ে যাওয়ার সময় তার ব্যাগ নিতে ভোলেনি।’ একজনের তো খুদে পড়ুয়ার জামাটি খুব পছন্দ হয়েছে। অন্য একজন আবার শিক্ষিকাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আপনি কেন থামালেন শিশুটিকে।’ ভিডিওটির শেষ পর্যন্ত শিশুটি স্কুলে ফিরে গিয়েছে কি না, জানা না গেলেও, শিক্ষিকা-পড়ুয়ার মিষ্টি সম্পর্কের ভিডিওটি বর্তমানে সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং।
