shono
Advertisement
Assam

বিবাহবিচ্ছেদ হতেই ৪০ লিটার দুধে স্নান! ‘স্বাধীনতা’ উদযাপন অসমের যুবকের

দেখে নিন সেই ভাইরাল ভিডিও।
Published By: Gopi Krishna SamantaPosted: 05:06 PM Jul 13, 2025Updated: 01:23 PM Jul 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪০ লিটার দুধ দিয়ে স্নান করছেন এক যুবক। সম্প্রতি নেট দুনিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর যা নিয়ে চর্চা শুরু হয়েছে। কিন্তু হঠাৎ কেন কেউ এত পরিমাণ দুধ দিয়ে স্নান করছেন?

Advertisement

জানা গিয়েছে, ওই যুবকের নাম মানিক আলী। তিনি অসমের নলবাড়ি এলাকার বাসিন্দা। স্ত্রীর সঙ্গে আইনিভাবে বিবাহবিচ্ছেদ হওয়ার পর ‘স্বাধীনতা’ উদযাপনের জন্য ওই যুবক এমন কাজ করেছেন বলে জানা গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির বাইরে দুধ দিয়ে স্নান করছেন মানিক। সার দিয়ে রাখা রয়েছে চারটি ড্রাম। এক একটিতে ১০ লিটার করে দুধ রয়েছে। সবমিলিয়ে থাকা ৪০ লিটার দুধ দিয়ে স্নান করলেন ওই যুবক। আর সেই সঙ্গে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আজ থেকে আমি স্বাধীন।” ভিডিওটি সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইনিভাবে বিবাহবিচ্ছেদ হওয়ার আগে অন্তত দু’বার ওই যুবকের স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন। এদিকে দুধ দিয়ে স্নান করতে করতে ওই যুবককে বলতে শোনা গিয়েছে, “সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। কিন্তু আমি পরিবারের দিকে তাকিয়ে কোনও ঝামেলা বা অশান্তিতে যায়নি।” তিনি আরও জানান, গতকাল উকিল তাঁকে জানান আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপরেই দুধ দিয়ে স্নান করে স্বাধীনতা উৎযাপন করার সিদ্ধান্ত নেন ওই যুবক।

এদিকে গত কয়েকদিন আগে বাংলাতেও এমন একটি ঘটনা ঘটেছিল। বহরমপুরের হরিহরপাড়ার বাসিন্দা আরিফুল মণ্ডল নামে এক যুবক বিবাহবিচ্ছেদের আনন্দে দুধ দিয়ে স্নান করেন। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই বেশ চর্চা শুরু হয়েছিল। আর এবার একই ধরণের ঘটনা দেখা গেল অসমে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৪০ লিটার দুধ দিয়ে স্নান করছেন এক যুবক।
  • সম্প্রতি নেট দুনিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।
  • আর যা নিয়ে চর্চা শুরু হয়েছে।
Advertisement