shono
Advertisement

ভিতরে কড়কড়ে লাখ টাকা! ব্যাগ কেড়ে সোজা গাছে উঠল বাঁদর, তারপর…

খোয়া গেল পরিশ্রমের অর্থ?
Posted: 02:16 PM Jul 06, 2023Updated: 02:16 PM Jul 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাদিন বেচাকেনার পর রাস্তার ধারে জিরোতে বসে হিসেব কষছিলেন যুবক। পাশেই স্ট্যান্ড করেন নিজের মোটরবাইক। ওই গাড়িতে ঝুলিয়ে রেখেছিলেন টাকা ভরতি ব্যাগ। মগ্ন হয়ে লেখাপড়া করছেন, এমন সময় আচমকা ব্যাগ নিয়ে পালায় একটি বাঁদর (Monkey)। ঘটনা বোঝামাত্র মাথায় হাত পড়ে যুবকের। কারণ ব্যাগে রয়েছে লাখ খানেক টাকা। এদিকে মুহূর্তে পাশের বড় গাছের মগডালে চড়ে বসে ‘চোর’। এবার কী হবে? মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের অর্থ খোয়া যাবে বাঁদরামিতে?

Advertisement

দিল্লির বাসিন্দা শারাফৎ হোসেন। উত্তরপ্রদেশের (Uttar Prasad) রামপুরের শাহবাদ এলাকায় বিকিকিনি সারেন। রামপুরেই বাইক থামিয়ে জিরোতে বসেছিলেন পথের ধারে একটি বেঞ্চে। ব্যাগে ছিল লক্ষ টাকা। ওই এলাকায় বাঁদরের উপদ্রবের কথা জানা স্থানীয়দের। শারাফৎ সম্ভবত জানতেন না। ফলে হিসেব কষায় মগ্ন হতেই টাকা ভরতি ব্যাগ নিয়ে পালায় একটি বাঁদর। মুহূর্তে উঁচু গাছের ডালে চড়ে বসে সেটি।

[আরও পড়ুন: দেশের বাইরে প্রথমবার তৈরি হবে আইআইটি ক্যাম্পাস, বড় ঘোষণা বিদেশমন্ত্রকের]

ঘটনা বোঝামাত্র চিৎকার শুরু করেন যুবক। ফলে আশপাশে থাকা অন্যরাও বাঁদরটিকে ধাওয়া করে। এলাকায় হুলুস্থুলু পড়ে যায়। যদিও নাগাল পাওয়া যাচ্ছিল না লম্বা লেজওয়ালা প্রাণীর। তবে এক সময় ব্যাগ ফেলেই পালিয়ে যায় বাঁদরটি। নগদ টাকা-সহ ব্যাগ ফেরত পেয়ে হাফ ছেড়ে বাঁচেন যুবক। উল্লেখ্য, রামপুরের বাঁদরের উৎপাত নতুন না। এদিনের ঘটনার পর জেলা প্রশাসন জানিয়েছে, একটি বিশেষজ্ঞ দল গঠন করা হবে। যারা বাঁদর ধরে জঙ্গলে ছেড়ে আসবে।

[আরও পড়ুন: কয়লা পাচার মামলায় ইডির ‘হেনস্তা’, সুপ্রিম কোর্টে অভিষেকের মামলার শুনানি সোমবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার