কৌশলে সব কাজ হয় না, অপরপক্ষে সরলতা বিশ্ব জয় করতেও পারে! প্রমাণ করলেন উত্তরপ্রদেশের ৭০ বছরের বিনোদ কুমার। সম্প্রতি অপটু হাতে জীবনের প্রথম ভ্লগ বানান তিনি। আর সেই ভ্লগ ভেঙে দিচ্ছে ভ্লগিংয়ের ইতিহাসের বহু রেকর্ড। গত ৭২ ঘণ্টায় ইনস্টাগ্রামের ভিডিওটির ভিউ পৌঁছে গিয়েছে ২৯ মিলিয়ানে। প্রশ্ন উঠবেই, কেন এত মানুষের দেখছে সাদামাটা ওই ভ্লগ?
সম্ভবত বৃদ্ধের সরল স্বীকারক্তিই পছন্দ করছে নেটিজেনরা। সাধারণত কনটেন্ট ক্রিয়েটারদের অধিকাংশই তরুণ প্রজন্মের হয়। সেক্ষেত্রে বয়স যে সংখ্যামাত্র প্রমাণ তাও করেছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ। প্রথম ভিডিওতে বিনোদ জানিয়েছেন, এর আগে কোনওদিন ভ্লগ করেননি তিনি। তবে এবার চেষ্টা করছেন। সময় কাটানোর একটা উপায় হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং করাকে বেছে নিয়েছেন তিনি। ভবিষ্যতেও ভ্লগ তৈরি করবেন, যদি এই ভ্লগটা মানুষ পছন্দ হয়।
ইদানীংকালে সোশাল মিডিয়ায় ভ্লগিং অনেকের কাছে গুরুত্বপূর্ণ একটি পেশা। তবে অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের বয়স কম। তাছাড়া বৃদ্ধ জানিয়েছেন, নিছক আনন্দ এবং সময় কাটাতেই ৭০-এর কোঠায় এসে ভ্লগিং শুরু করেছেন তিনি। ইনস্টাগ্রামের এই ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনদের ভালোবাসা আর শুভেচ্ছার বন্যা বইছে। কেউ লিখেছেন, 'বয়স একটা সংখ্যা মাত্র'। একজন লিখেছেন, 'আপনার সঙ্গে আছি'। কেউ আবার লিখেছেন, 'আঙ্কেলজি, আপনি আমাদের হৃদয় জয় করেছেন'। এটাই হয়তো সরলতার আশ্চর্য শক্তি।
