সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম না করেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিশানা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তাঁর খোঁচা, যাঁরা দেশের প্রতিষ্ঠানকে কলঙ্কিত, ও ধ্বংস করতে উদ্যত, তাঁদের চিনতে ‘রিয়ার ভিউ মিররে’র সাহায্যে দেখতে হবে। প্রসঙ্গত, ১০ দিনের মার্কিন সফরে গিয়ে রাহুল গান্ধী মোদি সরকারকে তুলোধনা করেছেন। তিনিও ‘রিয়ার ভিউ মিররে’র প্রসঙ্গ তুলেছিলেন। জানিয়েছিলেন, বিজেপি সরকার ভবিষ্যৎ দেখতে পায় না। নাম না করেই তাঁর সমালোচনা করলেন ধনখড়।
ঠিক কী বলেছেন উপরাষ্ট্রপতি? এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘রিয়ার ভিউ মিরর’ দিয়ে দেখতে হবে। তাঁর মতে তাহলেই ”আপনারা বুঝতে পারবেন এরা কারা যাঁরা দেশের প্রতিষ্ঠানকে বদনাম করতে আর ধ্বংস করতে বেরিয়ে পড়েছেন। আমরা তাঁদের চিনতে পারব। আমরা রিয়ার মিরর দিয়ে দেখি, যাতে দুর্ঘটনা ঘটাতে বেরিয়ে পড়া ব্যক্তির থেকে বাঁচা সম্ভব হয়।” সেই সঙ্গে ধনখড়ের দাবি, ২০৪৭ সালের মধ্যেই ভারত বিশ্বের প্রথম সারির দেশ হয়ে উঠবে।
[আরও পড়ুন: হনুমান দেখবেন ‘আদিপুরুষ’! প্রতি শোয়ে একটি টিকিট সংরক্ষিত ‘বজরংবলী’র জন্য]
উল্লেখ্য, আমেরিকায় বসে রাহুল বলেছিলেন, ”এটাই নরেন্দ্র মোদির সমস্যা। উনি কেবল রিয়ার ভিউ মিরর দিয়ে দেখেন অথচ বুঝতে পারেন না কেন গাড়িটা ধাক্কা খাচ্ছে।” এবার সেই কথারই সমালোচনায় সরব হতে দেখা গেল জগদীপ ধনখড়কে।