shono
Advertisement

ব্রাহ্মণের সঙ্গে সহবাসেই মিলবে সৌভাগ্য, যুবতীকে পরামর্শ জ্যোতিষীর

আমরা কি সত্যি আধুনিক? The post ব্রাহ্মণের সঙ্গে সহবাসেই মিলবে সৌভাগ্য, যুবতীকে পরামর্শ জ্যোতিষীর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:33 PM Jan 09, 2017Updated: 02:03 PM Jan 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিস্থিতি মানুষকে দিয়ে সব করাতে পারে৷ তাই কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক হয়েও ২৪ বছরের বিদ্যা (নাম পরিবর্তিত) ভাগ্য বদলাতে স্মরণাপন্ন হয়েছিলেন জ্যোতিষীর৷ এমন নিদান পেলেন, যা স্বপ্নেও কল্পনা করতে পারেননি৷ ভাগ্যের দোষ কাটাতে যুবতীকে কোনও এক ব্রাহ্মণ পুরুষের সঙ্গে রাত কাটানোর পরামর্শ দিলেন তিনি৷

Advertisement

ফল অবশ্য শ্রীমান জ্যোতিষী হাতে নাতে পেয়েছেন৷ যুবতীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে৷ পুলিশের কাছে বিদ্যা জানান, জীবনে যেন কিছুই ঠিক হচ্ছিল না তাঁর৷  একদিকে বাবা-মায়ের বিচ্ছেদ, অন্যদিকে চাকরি না পাওয়ার আক্ষেপ কুরে কুরে খাচ্ছিল তাঁকে৷ এই মানসিক অবসাদের জেরেই টিভিতে বিজ্ঞাপন দেখে রামকৃষ্ণ শর্মা নামে এক জ্যোতিষীর কাছে যান তিনি৷ প্রথমে রামকৃষ্ণ তাঁর ভাগ্যের দোষ কাটাতে ১৫,০০০ টাকা চায়৷ বিদ্যার পক্ষে তা দেওয়া সম্ভব নয় জানতে পেরে প্রথমে অগ্রিম ৮,০০০ টাকা দিতে বলে৷ বাকিটা কাজ দিলেই চলবে বলে জানায়৷

(এবার কলকাতায় বাসে চড়ুন মাত্র ১ টাকায়)

কিছু তুকতাকের জিনিসপত্রও রামকৃষ্ণ তাঁকে দিয়েছিল বলেও জানান বিদ্যা৷ কিন্তু মাস দেড়েক কেটে গেলেও কিছু হচ্ছে না দেখে রামকৃষ্ণের কাছে টাকা ফেরত চান তিনি৷ সেই সময়ই রামকৃষ্ণ তাঁকে বলেন বিদ্যার বাবার বাড়ির লোকজন ব্ল্যাক ম্যাজিক করছে৷ তা কাটাতে শেষ পর্যন্ত এক ব্রাহ্মণ পুরুষের সঙ্গে রাত কাটানোর পরামর্শ দেন মহামান্য জ্যোতিষী৷ তখনই বিদ্যা আর ঝুঁকি নেননি৷ বিষয়টি তিনি ভারতীয় যুক্তিবাদী ফেডারেশন সমিতির সদস্য অধ্যাপক নরেন্দ্র নায়ককে জানান৷ তাঁর সাহায্যেই পুলিশে অভিযোগ দায়ের করেন৷ আপতত অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে৷

 (এবার ২ হাজার টাকার স্মার্টফোন আনছে কেন্দ্র)

The post ব্রাহ্মণের সঙ্গে সহবাসেই মিলবে সৌভাগ্য, যুবতীকে পরামর্শ জ্যোতিষীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement