shono
Advertisement

Breaking News

মুক্তির আগে ফের বিপাকে শাহিদ-আলিয়ার ‘উড়তা পাঞ্জাব’

সূত্রের খবর, বলিউডের এই ছবি নিয়ে আপত্তি তুলেছে পাঞ্জাবে ক্ষমতাসীন অকালি দলই৷ এর কারণ ছবির বিষয়বস্তু৷
Posted: 09:32 PM Jun 06, 2016Updated: 04:02 PM Jun 06, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মুক্তির আগে ফের বিপাকে শাহিদ-আলিয়ার ‘উড়তা পাঞ্জাব’৷ এবারে আপত্তি উঠেছে ‘পাঞ্জাব’ শব্দ নিয়েই৷ শুধু নাম নয়, ছবি থেকে পাঞ্জাব, রাজনীতি ও নির্বাচনের সমস্ত রকম উল্লেখ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সংশোধনী কমিটি৷

Advertisement

ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কে পরিচালক অভিষেক চৌবের ছবি৷ প্রথমেই সেন্সর বোর্ড আপত্তি তোলে ছবিতে ব্যবহৃত অশ্রাব্য গালিগালাজ নিয়ে৷ সেগুলি বাদ দিয়ে ছবি মুক্তির কথা বলা হয়৷ কিন্তু, প্রযোজক-পরিচালকরা তা বাদ দিতে নারাজ হওয়ায়৷ বিষয়টি যায় সংশোধনী কমিটির কাছে৷

তাতেই আরও বিপদে ‘উড়তা পাঞ্জাব’৷ সূত্রের খবর, বলিউডের এই ছবি নিয়ে আপত্তি তুলেছে পাঞ্জাবে ক্ষমতাসীন অকালি দলই৷ এর কারণ ছবির বিষয়বস্তু৷ যাতে তুলে ধরা হয়েছে পাঞ্জাবে বেড়ে চলা মাদক মাফিয়াদের বাড়বাড়ন্ত৷

আর এই বিষয় নিয়েই বেশ কিছুদিন ধরে সরগরম পাঞ্জাবের রাজ্য রাজনীতি৷ এমনকি বিধানসভার গত মরশুমে মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলকে বেশ চাপে রেখেছিলেন বিরোধীরা৷ রিয়েল লাইফের এই পরিস্থিতির প্রভাবেই মুক্তির মাত্র কয়েকদিন আগে আশঙ্কা তৈরি হয়েছে রিলের পাঞ্জাবের বক্স-অফিসের উড়ানে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement