সংবাদ প্রতিদিন ব্যুরো: রাজ্য-রাজ্যপাল সংঘাত নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কটাক্ষ, “মমতা ও রাজ্যপালের মধ্যে তু তু ম্যায় ম্যায় চলছে!” পালটা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
বিষয়টা ঠিক কী? সোমবার খেজুরিতে একটি সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই শাসকদলকে এক হাত নেন তিনি। উঠে আসে রাজ্য-রাজ্যপাল প্রসঙ্গ। কারণ, সি ভি আনন্দ বোস দায়িত্ব নেওয়ার পর রাজ্যের সঙ্গে তার সুমধুর সম্পর্ক থাকলেও গত কয়েকদিনে খানিকটা বদলেছে সমীকরণ। শুভেন্দু অধিকারী এদিন বলেন, “মমতা আর রাজ্যপালের মধ্যে তু তু ম্যায় ম্যায় চলছে। আমার মনে হয় ওনাদের চিন্তন শিবির করা প্রয়োজন। সেখানে বসে কথা বলে নিন যে, রাজ্যপাল বেআইনি কাজে কতটা সমর্থন করবেন আর কতটা করবেন না। তাহলেই আর কোনও জটিলতা থাকে না।”
[আরও পড়ুন: ‘পার্টি অফিসে প্ল্যানিং, মুঙ্গেরের বন্দুকবাহিনী এনে রামনবমীতে অশান্তি’, ফের বিজেপিকে তোপ মমতার]
সোমবার দুর্ঘটনার কবলে পড়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি দাবি করেছেন, ঘটনার নেপথ্যে চক্রান্ত থাকতে পারে। একই দাবি করলেন শুভেন্দুও। পাশাপাশি তিনি বলেন, “পিসি আর ভাইপো সব করতে পারেন। ওনারা পারেন না এমন কোনও কাজ নেই। মমতার এখন একটাই লক্ষ্য, ভাইপোকে প্রতিষ্ঠিত করা।”
শুভেন্দুর মন্তব্যের পালটা দিয়েছেন কুণাল ঘোষ। বলেন, “অত্যন্ত গরম পড়েছে। তাই মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে। রাজভবনটাকে জগদীপ ধনখড় থাকাকালীন জ্যেঠুর বাড়ি পেয়েছিল। এখন পাচ্ছে না। সেটাই ওর আক্রোশ৷ রাজ্যপাল কিছু ক্ষেত্রে একমত হন, কিছু ক্ষেত্রে একমত হন না। এতে ওদের রাজনীতি করতে সমস্যা হচ্ছে।”