আকাশ মিশ্র: এবার ভারতের হয়ে অস্কার (Oscar 2025) দৌড়ে পরিচালক কিরণ রাওয়ের 'লাপাতা লেডিজ' (Laapataa Ladies)। এই নিয়ে জল্পনা আগেও ছিল। সেই জল্পনাই হল সত্যি। তা এমন সুখবর পেয়ে কী বলছেন ছবির চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী?
সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে বিপ্লব গোস্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে বিপ্লব জানান, ''সত্যিই দারুণ খবর। খুব ভালো লাগছে। এই আনন্দের তুলনা হয় না। সিনেমার ছাত্র হিসেবে বছরের পর বছর সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে পড়াশুনো করেছি। সিনেমা নিয়ে কাজ করছি, ভাবনা চিন্তা করছি। আমার লেখা চিত্রনাট্যে তৈরি সিনেমা যে এত বড়মাপের জায়গায় যাচ্ছে, সেটা সত্য়িই খুব আনন্দের খবর।''
সম্প্রতি রটে যায়, 'লাপাতা লেডিজ ২' তৈরি হচ্ছে। এটা কি সত্যি? বিপ্লব জানালেন, ''এই বিষয়টা একেবারেই আমার জানা নেই। যদি সিক্যুয়েল তৈরি হয়, তাহলে আমিরজি, কিরণজিই বলতে পারবেন। সেটা তাঁদেরই সিদ্ধান্ত হবে। তবে আমার কাছে এমন কোনও খবর নেই।''
গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’। ছবির অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি ছবির আয় পঁচিশ কোটি টাকার একটু বেশি। তবে সমালোচকমহলে তা সমাদৃত এবং পরবর্তীকালে OTT-তে বহু দর্শক ছবিটি দেখেছেন ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
ছবিতে উগ্র পৌরুষ শিকল থেকে মুক্ত হয়ে নিজের শর্তে বাঁচার স্বপ্ন দেখেছিল জয়া। তাই তো পুষ্পা সেজে দীপকের পিছু পিছু হেঁটেছিল সে। ওদিকে দীপক হন্যে হয়ে খুঁজেছিল নিজের আদরের ফুল কুমারীকে। হারিয়ে যাওয়া স্ত্রীকে একবারের জন্যও চরিত্র নিয়ে প্রশ্ন করেনি সে। সাধারণ মানুষের এই অসাধারণ গল্পই ‘লাপাতা লেডিজ’-এ তুলে ধরা হয়েছে। পার্শ্ব চরিত্র রবি কিষেণও নজর কেড়েছিলেন।
‘গাঁয়ের বধূ’দের কথা যে দর্শকদের এত পছন্দ হবে, তা আগে অনেকেই বুঝতে পারেনি। কিন্তু, স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টার মতো তরুণ তুর্কিদের নিয়ে কামাল দেখিয়েছেন পরিচালক কিরণ রাও। এর আগে অস্কার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেছিলেন, ‘যদি এমনটা হয় তাহলে আমার স্বপ্ন সত্যি হবে। কিন্তু সবকিছুরই তো একটা পদ্ধতি থাকে। আমি শুধু আশা করতে পারি। আমার বিশ্বাস, সেরা ছবিকেই পাঠানো হবে।’