সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেএসডব্লিউ স্পোর্টসের সহযোগিতায় চলতি বছর ২৪ মে শুরু হতে চলেছে ‘নীরজ চোপড়া ক্লাসিক’। এই জ্যাভলিন টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য নীরজ আমন্ত্রণ জানিয়েছিলেন প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে। যদিও তখন জানা যায়নি তিনি ভারতে আসবেন কিনা। এরমধ্যে পহেলগাঁওয়ে ঘটে গিয়েছে নারকীয় সন্ত্রাসী হামলা। এমন পরিস্থিতিতে এবার নীরজকে ভারতে আসার ব্যাপারে সরাসরি 'না' বলেছেন নাদিম।
কেন 'বন্ধু' নীরজকে 'না' বললেন তিনি? ওয়াকিবহাল মহলের ধারণা, পহেলগাঁওকাণ্ডের জেরেই ভারতে আসার ব্যাপারে পিছপা নাদিম। যদিও খোদ নাদিম এ ব্যাপারে রা কাড়েননি। কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন, তাঁর ব্যস্ত সময়সূচিকে। যা আগে থেকেই নির্ধারিত ছিল। তাই ভারতে আসতে পারবেন না তিনি। যদিও আমন্ত্রণ জানানোর জন্য নীরজকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
নাদিম বলছেন, "২৪ মে শুরু হবে নীরজ চোপড়া ক্লাসিক ইভেন্ট। কিন্তু ২২ মে আমি কোরিয়া যাব, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ খেলতে।" দক্ষিণ কোরিয়ার গুমিতে ২৭-৩১ মে আয়োজিত হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। নাদিম জানিয়েছেন, এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতিতে মগ্ন তিনি। যদিও পহেলগাঁওয়ে জঙ্গিহানার পরেই ভারতে 'না আসা'র ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন নাদিম। ঘটনাচক্রে সন্ত্রাসী হামলার কারণে পাক নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে ভারত সরকার। ফলে ইচ্ছা থাকলেও তিনি ভারতে আসতে পারবেন না।
বেঙ্গালুরুতে শুরু হতে চলা নীরজ চোপড়া ক্লাসিকে গ্রানাডার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সও থাকতে পারেন। তিনি দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন। অলিম্পিকে ব্রোঞ্জ পদকও রয়েছে তাঁর নামে। তাছাড়াও অংশ নিতে পারেন রোহিত যাদবের মতো জ্যাভলারও। প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন থমাস রোহলারও এই ইভেন্টে অংশ নেবেন। থাকবেন অলিম্পিক পদকজয়ী, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইউলিয়াস ইয়েগোও, আমেরিকান জ্যাভলার কার্টিস থম্পসনও।
