সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ পাঁচটি পেনাল্টি কর্নার৷ এতগুলি গোল করার সুযোগ৷ তাও আবার ম্যাচের শেষ লগ্নে৷ ততক্ষণে ম্যাচ শেষের হুটার বেজে গিয়েছে৷ কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত৷ তবে শেষরক্ষা হল না বৃহস্পতিবার৷ নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে গেল ভারত৷ গোটা ম্যাচে প্রচুর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না শ্রীজেশরা৷ দলের হয়ে একমাত্র গোল রঘুনাথের৷ তবুও শেষ আটের আশা জিইয়ে রয়েছে ওল্টম্যান্সের ছেলেদের৷ এরপর গ্রুপের শেষ ম্যাচ কানাডার সঙ্গে৷ সেই ম্যাচ বিপুল ব্যবধানে জিতলে তবে নক আউট পর্বে চলে যাবে মেন ইন ব্লু৷ কিন্তু এবারের ওলিম্পিক নিয়ে কোনও ভবিষ্যদ্বাণীই করা যাচ্ছে না৷
ওলিম্পিকে ভারতের হতশ্রী পারফরম্যান্স অব্যাহত৷ এদিন আবার পুরুষদের বক্সিংয়ে ব্যান্টমওয়েট বিভাগে কিউবান প্রতিদ্বন্দ্বীর কাছে প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিলেন ভারতের অন্যতম পদক দাবিদার শিবা থাপা৷ প্রথমে গুট্টাদের হার, তারপর দীপিকা কুমারি ও বোম্বাইলাদেবীর বিদায়, সবমিলিয়ে দিনটা খুব খারাপ যাচ্ছে ভারতের৷ এখনও ভারতের পদক ঝুলি শূন্য৷
ওলিম্পিকের ষষ্ঠ দিন হারের তালিকা যখন দীর্ঘ হচ্ছে, ঠিক তখনই দেশবাসীর মুখে হাসি ফোটালেন সাইনা নেহওয়াল। হোম ফেভারিট লোহেনি ভিসেন্তেকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন ভারতীয় শাটলার। মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ডে ২১-১৭, ২১-১৭ ব্যবধানে জয়ী সাইনা।
The post নেদারল্যান্ডসের কাছে বিশ্রী হার শ্রীজেশদের, জয় সাইনার appeared first on Sangbad Pratidin.
