shono
Advertisement
Australian Open

দাপুটে পারফরম্যান্সে ছুঁলেন ফেডেরারের কীর্তি, পরপর দুবার অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন সিনার

ফাইনালে স্ট্রেট সেটে তিনি হারালেন আলেকজান্ডার জেরেভকে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:58 PM Jan 26, 2025Updated: 05:15 PM Jan 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ইটালীয় খেলোয়াড় হিসাবে অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন গত বছর। তারপর ক্যালেন্ডার বদলে গেলেও রড লেভার এরিনার ছবিটা পালটায়নি ২০২৫ সালে। আবারও অজি ওপেন চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার। রবিবার একপেশে ফাইনালে স্ট্রেট সেটে তিনি হারালেন আলেকজান্ডার জেরেভকে। টানা দুবার অস্ট্রেলীয় ওপেন জিতে রজার ফেডেরার, নোভাক জকোভিচদের মতো কিংবদন্তিদের নজিরও ছুঁয়ে ফেললেন বিশ্বের ১ নম্বর তারকা সিনার।

Advertisement

পরপর দুটি অস্ট্রেলীয় ওপেন জয়ের নজির রয়েছে ফেডেরার, জকোভিচের মতো তারকাদের। সার্বিয়ান মহাতারকা অবশ্য টানা তিনবারও অজি ওপেনে সেরার শিরোপা জিতে নিয়েছেন। তবে ফেডেরার টানা দুটি অস্ট্রেলীয় ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছেন দুবার। ২০০৬ এবং ২০০৭ সালে প্রথমবার এই কীর্তি গড়েন সুইস মহাতারকা। তারপরে ২০১৭ এবং ২০১৮ সালে আবারও পরপর দুবছর অজি ওপেন জেতেন ফেডেরার। রবিবারের রড লেভার এরিনায় সেই কীর্তি ছুঁলেন সিনার। পরপর দুবার অজি ওপেনে চ্যাম্পিয়ন হলেন ইটালির টেনিস তারকা।

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন সিনার। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালেও স্ট্রেট সেটে জয় পেয়েছেন তিনি। এদিন তাঁর প্রতিপক্ষ জেরেভ অবশ্য ভালো ছন্দেই ছিলেন। সেমিফাইনালে জকোভিচ ওয়াকওভার দেওয়ার ফলে ফাইনালে ওঠেন জার্মান তারকা। কিন্তু সিনারের পাওয়ার টেনিসের জবাব তাঁর কাছে ছিল না। প্রথম সেটেই ৬-৩ ফলে জিতে যান সিনার। পরের সেটে অবশ্য খানিকটা ঘুরে দাঁড়ান জেরেভ। লড়াই গড়ায় টাইব্রেকার পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত হারতে হয় জেরেভকে। হতাশায় বেশ কয়েকবার র‍্যাকেট আছড়ে ফেলতেও দেখা যায় তাঁকে। তৃতীয় সেটে বেশ ক্লান্ত হয়ে পড়েন জেরেভ। ৬-৩ ফলে সহজেই নির্ণায়ক সেট জিতে যান সিনার। টানা দ্বিতীয়বার অজি ওপেনে চ্যাম্পিয়ন হলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরপর দুটি অস্ট্রেলীয় ওপেন জয়ের নজির রয়েছে ফেডেরার, জকোভিচের মতো তারকাদের।
  • বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন সিনার। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালেও স্ট্রেট সেটে জয় পেয়েছেন তিনি।
  • তৃতীয় সেটে বেশ ক্লান্ত হয়ে পড়েন জেরেভ। ৬-৩ ফলে সহজেই নির্ণায়ক সেট জিতে যান সিনার।
Advertisement