shono
Advertisement

Breaking News

Neeraj Chopra

ফিরল না ৯০-এর ম্যাজিক! পোল্যান্ডেও দ্বিতীয় স্থানেই থামলেন নীরজ

দোহার মতো পোল্যান্ডেও সেই জুলিয়ান ওয়েবেরের কাছেই হারতে হল নীরজকে।
Published By: Arpan DasPosted: 11:13 PM May 23, 2025Updated: 11:18 PM May 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরল না ৯০-র ম্যাজিক। পোল্যান্ডেও সেই জুলিয়ান ওয়েবেরের পিছনেই থামলেন নীরজ। জানুসজ কুসোসিনকি মেমোরিয়াল ইভেন্টে দ্বিতীয় স্থানে থাকলেন ভারতের 'সোনার ছেলে'। তিনি সর্বোচ্চ ছুড়লেন ৮৪.১৪ মিটার। সেখানে ৮৬.১২ মিটার ছুড়ে সোনা জিতলেন জার্মানির ওয়েবের।

Advertisement

গত সপ্তাহে শুক্রবারেই দোহায় ডায়মন্ড লিগে বহুদিনের স্বপ্নের ৯০ মিটার ছোড়েন নীরজ। সেখানে তিনি তৃতীয় চেষ্টায় ৯০.২৩ মিটার থ্রো করেন। আর সেই সঙ্গে প্রথম ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার হিসেবে ঢুকে পড়েন ইতিহাসে। স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল, পোল্যান্ডেও ম্যাজিক দেখাবেন নীরজ। দোহায় সোনা জেতা হয়নি, হয়তো পোল্যান্ডে সেটা সম্ভব হবে।

কিন্তু সেই কাজে সাফল্য পেলেন না তিনি। প্রথম থ্রো ফাউল হয়। দ্বিতীয় থ্রোয়ে ছোড়েন ৮১.২৮ মিটার। সেই রাউন্ডেই ওয়েবের ৮৬.১২ মিটারের সেরা থ্রো-টি করেন। নীরজের তৃতীয় ও চতুর্থ থ্রোও ফাউল হয়। পঞ্চম থ্রোয়ে ছোড়েন ৮১.৮০। তখনও নীরজ ছিলেন তৃতীয় স্থানে। কারণ গ্রেনাডার পিটার্স অ্যান্ডারসন তৃতীয় রাউন্ডেই ৮৩.২৪ মিটার ছুড়েছিলেন। অবশ্য ওস্তাদের মার শেষরাতে। সোনা না জিতলেও শেষ থ্রোয়ে রুপো নিশ্চিত করেন।

ষষ্ঠ থ্রোয়ে নীরজ ছোড়েন ৮৪.১৪। পিটার্সের সেই থ্রোটি ফাউল হয়। কিন্তু শেষ চেষ্টা করেও ওয়েবেরকে টেক্কা দিতে পারেননি নীরজ। দেশের ক্রীড়াভক্তরা একটু হতাশ, ৯০ মিটার তো হলই না। এমনকী ৮৫ মিটারও ছুড়তে পারলেন না নীরজ। তবে পোল্যান্ডের আবহাওয়া সমস্যার কারণ হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফিরল না ৯০-র ম্যাজিক। পোল্যান্ডেও সেই জুলিয়ান ওয়েবেরের পিছনেই থামলেন নীরজ।
  • জানুসজ কুসোসিনকি মেমোরিয়াল ইভেন্টে দ্বিতীয় স্থানে থাকলেন ভারতের 'সোনার ছেলে'।
  • তিনি সর্বোচ্চ ছুড়লেন ৮৪.১৪ মিটার। সেখানে ৮৬.১২ মিটার ছুড়ে সোনা জিতলেন জার্মানির ওয়েবের।
Advertisement