সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘর্ষ প্রভাব ফেলতে পারে নীরজ চোপড়া এবং আরশাদ নাদিমের বন্ধুত্বেও! এমনটাই ইঙ্গিত করলেন ভারতের সোনার ছেলে। এর আগে বারবার গভীর বন্ধুত্বের ছবি ধরা পড়েছে যুযুধান প্রতিপক্ষ দুই জ্যাভলিন থ্রোয়ারের মধ্যে। কিন্তু বৃহস্পতিবার নীরজ সাফ জানালেন, আরশাদের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক নেই। বরং বর্তমান পরিস্থিতির পরে দুই তারকার সম্পর্কে বদল আসতে পারে।
নিজের নামাঙ্কিত প্রতিযোগিতায় ‘বন্ধু’ আরশাদকে আমন্ত্রণ জানিয়ে প্রবল বিতর্কের মধ্যে পড়েছিলেন নীরজ। তাঁর পরিবারকেও কটু কথা শোনাতে ছাড়েনি নেটদুনিয়া। দীর্ঘ বিবৃতি জারি করে নীরজ বলেন, একজন খেলোয়াড় হিসাবে আরেক খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। ভারতে মাটিতে যেন সেরা তারকারা খেলতে পারেন, এমনটাই উদ্দেশ্য ছিল নীরজের। তবে শেষ পর্যন্ত জানা যায়, নীরজের ডাকে সাড়া দিয়ে ভারতে আসছেন না আরশাদ। এমনকি ভারত-পাক সংঘাতের আবহে নীরজের নামাঙ্কিত টুর্নামেন্টটিও বাতিল হয়ে যায়।
তারপরে দোহায় ডায়মন্ড লিগে খেলতে নামবেন প্যারিস অলিম্পিকে রুপোজয়ী। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরশাদও। প্রতিযোগিতার আগে নীরজকে প্রশ্ন করা হয়, মাঠের বাইরে আরশাদের সঙ্গে ভালো বন্ধুত্ব থাকলেও বর্তমান পরিস্থিতিতে কি সেটা অটুট থাকবে? উত্তরে নীরজ বলেন, "আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই যে ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক নেই। আমার সঙ্গে কেউ ভালোভাবে কথা বললে আমিও সেই সম্মানটা দিই। অ্যাথলেটিক্স দুনিয়ায় অনেকেই আমার বন্ধু।"
নীরজ আরও বলেন, "বর্তমান পরিস্থিতির পর হয়তো আগে যেমন সম্পর্ক ছিল তেমনটা নাও থাকতে পারে। তবে কেউ আমাকে সম্মান দিলে আমিও তাকে অবশ্যই সম্মান করব।" প্রসঙ্গত, গত অলিম্পিকে সোনা জেতার পর পাক তারকা নাদিমকে 'নিজের ছেলে' বলেছিলেন নীরজের মা। তবে ভারত-পাক সংঘাতের আবহে সেই মন্তব্য ঘিরেও প্রবল জলঘোলা হয়েছে। তার জেরেই কি বন্ধুত্ব 'অস্বীকার' করলেন নীরজ?
