shono
Advertisement
Nishant Dev

নজির গড়লেন নিশান্ত, ভারতের প্রথম পুরুষ বক্সার হিসেবে প্যারিস অলিম্পিকে হরিয়ানার তারকা

বিশ্ব বক্সিংয়ের যোগ্যতা অর্জন পর্বে ৭১ কেজি বিভাগে তিনি হারালেন মলডোভার বক্সারকে।
Published By: Arpan DasPosted: 07:25 PM May 31, 2024Updated: 07:43 PM May 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাস দুয়েকের মধ্যেই প্যারিস অলিম্পিক (Paris 2024 Olympics)। পদকজয়ের স্বপ্ন দেখছে ভারতবাসী। তারই মধ্যে বক্সিংয়ে নজির গড়লেন ভারতের নিশান্ত দেব (Nishant Dev)। প্যারিস অলিম্পিকের জন্য দেশের প্রথম পুরুষ বক্সার হিসেবে যোগ্যতা অর্জতা করলেন তিনি। ৭১ কেজি বিভাগে তিনি হারান মলডোভার ভাসাইল কেবোতারিকে।

Advertisement

শুক্রবার বিশ্ব বক্সিংয়ের যোগ্যতা অর্জন পর্বে মুখোমুখি হয়েছিল দুই প্রতিপক্ষ। গত বছর উজবেকিস্তানে পুরুষদের বক্সিং চ্যাম্পিয়নশিপের ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন নিশান্ত। এদিন ব্যাংককে তাঁর কাছে টিকতেই পারেনি কেবোতারি। ম্যাচের ফলাফল ভারতীয় বক্সারের পক্ষে ৫-০। দেশের চতুর্থ বক্সার হিসেবে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র তুলে নিলেন হরিয়ানার বক্সার।

[আরও পড়ুন: ‘আজও ঘুমোতে গেলে…’ রশিদ খানকে তাড়া করে বিশ্বকাপে ম্যাক্সওয়েলের অতিমানবিক ইনিংস]

পুরো টুর্নামেন্ট জুড়েই অপ্রতিরোধ্য ছিলেন নিশান্ত। প্রথম রাউন্ডে সহজেই জেতেন তিনি। দ্বিতীয় রাউন্ডে কোবোতারি প্রত্যাবর্তনের চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে নিশান্তকে হারানো যায়নি। চূড়ান্ত রাউন্ডে দুই বক্সার কিছুটা ক্লান্ত থাকলেও নিশান্ত আক্রমণাত্মক কৌশল বজায় রেখেছিলেন। তাঁকে নামানোর সময় অবৈধ ঘুসির জন্য সেবোতারির পয়েন্ট কাটা হয়। যার ফলে ভারতীয়র জয় আরও নিশ্চিত হয়ে যায়।

এর আগে মহিলাদের ৭৫ কেজি বিভাগে লভলিনা বরগোহাঁই, ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার এবং ৫০ কেজি বিভাগে নিখাত জারিন অলিম্পিকের টিকিট অর্জন করেছেন। তিনজনই এশিয়ান গেমসে পদক জিতেছিলেন। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন লভলিনা। এবার প্যারিস অলিম্পিক যাত্রায় নাম লেখালেন নিশান্ত। এছাড়া অরুন্ধতী চৌধুরী, অমিত পাঙ্ঘালরাও যোগ্যতা অর্জনের জন্য নামছেন শুক্রবার।

[আরও পড়ুন: হার্দিকের বিকল্প অলরাউন্ডার চান, শিবম দুবেকে বিস্তর বোলিং পরামর্শ দিলেন রোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর মাস দুয়েকের মধ্যেই প্যারিস অলিম্পিক। পদকজয়ের স্বপ্ন দেখছে ভারতবাসী।
  • তারই মধ্যে বক্সিংয়ে নজির গড়লেন ভারতের নিশান্ত দেব। প্যারিস অলিম্পিকের জন্য দেশের প্রথম পুরুষ বক্সার হিসেবে যোগ্যতা অর্জতা করলেন তিনি।
  • দেশের চতুর্থ বক্সার হিসেবে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র তুলে নিলেন হরিয়ানার বক্সার।
Advertisement