shono
Advertisement

কাটা হল ২০ পাউন্ডের কেক, সুন্দরবনে শতাধিক অনাথ শিশুর জন্মদিনে অতিথি বিদেশিরাও

পাত পেড়ে খেয়েছেন শতাধিক গ্রামবাসীও।
Posted: 06:30 PM Mar 01, 2024Updated: 06:35 PM Mar 01, 2024

দেবব্রত মণ্ডল, বারুইপুর: কারও বাবা-মা পরিযায়ী শ্রমিক। থাকেন ভিন রাজ্যে। কারও বাবা-মা সুন্দরবনের জঙ্গলে মাছ বা কাকড়া সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারিয়েছেন। আর তাই জন্মদিন পালন কী জিনিস জানতোই না এইসব শিশুরা। এবার তাদের জন্মদিন পালন হল সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বাসন্তীর জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রে। কাটা হল কুড়ি পাউন্ড ওজনের কেক।  

Advertisement

শুক্রবার, এই জন্মদিনে মন্ত্র উচ্চারণ থেকে ধান-দূর্বা দিয়ে বরণ সবই হয়েছে নিয়ম মেনে। জন্মদিন পালনের জন্য রান্না করা হয়েছে নতুন ধানের পায়েসও। পাত পেড়ে খেয়েছেন শতাধিক গ্রামবাসীও। জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের বিবেকানন্দ শিক্ষা নিকেতনে থাকে ১৪০ জন আবাসিক ছাত্র-ছাত্রী। তাদের কারও বাবা-মাকে বাঘে টেনে নিয়ে গিয়েছে সুন্দরবনের জঙ্গলে। আবার অনেকের বাবা-মা পরিযায়ী শ্রমিক। থাকেন ভিন রাজ্যে। অভাবের তাড়নায় শিশুকে রেখে গিয়েছেন এখানে।

[আরও পড়ুন: হাতিয়ার রামমন্দির, আরামবাগের সভায় মোদির মুখে বাংলার সঙ্গে রামলালার সম্পর্ক]

জানা গিয়েছে, এই সমস্ত আবাসিক ছাত্র-ছাত্রীদের জন্মদিন ছিল বিভিন্ন মাসের বিভিন্ন দিনে। তাই প্রতিবার আলাদা আলাদা জন্মদিন পালন না করে এবার একসঙ্গে জন্মদিন পালন করা হল শিশুদের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ জন বিদেশিও। ডেনমার্ক ও জার্মানি থেকে এসেছিলেন তাঁরা। 

সুন্দরবনের বিভিন্ন এলাকার অনাথ ছাত্র-ছাত্রীদের নিয়ে আবাসিক হোস্টেল চালু করে, পড়াশুনোর ব্যবস্থা করে থাকে জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র। এই বিষয়ে কেন্দ্রের শিক্ষক বিশ্বজিৎ মহাকুর বলেন, “অনাথ ছাত্র-ছাত্রীদের জন্মদিন পালন করতে পেরে খুব খুশি। প্রতিবছর আমরা একটি বিশেষ দিন বেছে নিয়ে শিশুদের জন্মদিন পালন করে থাকি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার