সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন সংসদ ভবনকে (New parliament building) কফিনের সঙ্গে তুলনা করেছে আরজেডি (RJD)। এই ইস্যুতে মোদি সরকারের পাশে দাঁড়িয়ে লালু-তেজস্বীর দলকে তোপ দাগলেন AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। তাঁর মতে, নতুন সংসদ ভবন নিয়ে কোনও আপত্তি থাকলে তা বলাই যায়। কিন্তু এভাবে কফিনের সঙ্গে তুলনা করা একেবারেই সঠিক নয় বলেই মত তাঁর। আরজেডিকে (RJD) তীব্র আক্রমণ করেছে বিজেপিও।
রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তার ঠিক আগেই আরজেডির তরফে একটি টুইট করা হয়। সেখানে নতুন সংসদ ভবন ও কফিনের ছবি পাশাপাশি দিয়ে খোঁচা দেওয়া হয়। এপ্রসঙ্গে দলের বর্ষীয়ান নেতা শক্তি সিং যাদব জানাচ্ছেন, ”আমাদের টুইটে কফিনের ছবি আসলে গণতন্ত্রের কবরের প্রতীক। আমরা শুরু থেকে বলে এসেছি সংসদ গণতন্ত্রের মন্দির। সেই স্থানকে এখন যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে দেশ সেটা মেনে নেবে না। সংবিধান ও পরম্পরা, দুইয়ের উল্লঙ্ঘন করা হচ্ছে। রাষ্ট্রপতি সংসদের সর্বেসর্বা। সংবিধানই এই মান্যতা দিয়েছে। কিন্তু এই স্থানকে গণতন্ত্রের কবর করে তুললে প্রশ্ন তো উঠবেই। প্রধানমন্ত্রী কাছে অনুরোধ, দয়া করে গণতন্ত্রকে কবরে পাঠাবেন না।”
[আরও পড়ুন: উদ্বোধনের দিনই নতুন সংসদ ভবনের কাছে মিছিল কুস্তিগিরদের, আটকে দিল পুলিশ! রণক্ষেত্র যন্তর মন্তর চত্বরও]
আরজেডির এই অবস্থান মানতে পারছেন না ওয়েইসি। তিনি বলেন, ”আরজেডি ভিত্তিহীন কথা বলছে। পুরনো সংসদ ভবন তো দিল্লি দমকলের কাছ থেকে ক্লিয়ারেন্সও পায়নি। কেন ওরা (আরজেডি) সংসদকে কফিনের সঙ্গে তুলনা করছে? ওরা অন্য কিছু বলতে পারত। কেন ওরা এমন কথা বলতে গেল?”
এদিকে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সুশীলকুমার মোদিও আরজেডিকে তোপ দেগেছেন। তাঁর কথায়, ”এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? ওদের কোনও মস্তিষ্ক নেই। নতুন সংসদ ভবন তৈরি হয়েছে জনগণের অর্থে। সমস্ত দলের প্রতিনিধিরা, যাঁরা উদ্বোধনকে বয়কট করলে তাঁদেরও এখানেই আসতে হবে। আরজেডি কি সিদ্ধান্ত নিয়েছে সংসদকে স্থায়ীভাবে বয়কট করার? ওদের সাংসদরা কি লোকসভা, রাজ্যসভা থেকে ইস্তফা দেবেন?” এরই পাশাপাশি এই ঘটনায় দেশদ্রোহিতার মামলা দায়ের করার হুঁশিয়ারিও দেন তিনি।