shono
Advertisement

কান্দিল হত্যায় গ্রেফতার অভিযুক্ত ভাই

মৃত্যুর আগে নিজের স্ট্যাটাসে কেন বারবার নিজেকে প্রমাণ করতে চাইছিলেন কান্দিল? The post কান্দিল হত্যায় গ্রেফতার অভিযুক্ত ভাই appeared first on Sangbad Pratidin.
Posted: 05:45 PM Jul 17, 2016Updated: 12:45 PM Jul 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে কান্দিল বালোচ হত্যা কান্ডে তাঁর ভাইকে গ্রেফতার করল পাকিস্তান পুলিশ৷ কান্দিলের বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ওয়াসিম আজিমকে৷ ওয়াসিমই মুলতানের বাড়িতে ঘুমের মধ্যে কান্দিলকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে দাবি তাঁদের৷

Advertisement

খোলামেলা স্বভাবের জন্যই পাকিস্তানে পরিচিতি কান্দিলের৷ সোশাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা প্রচুর৷ শুধুমাত্র টুইটারে তাঁকে ফলো করেন প্রায় ৪০ হাজার মানুষ৷ ফেসবুকে সেই সংখ্যাটা প্রায় ৭ লক্ষ৷ কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে সোশ্যাল মিডিয়ায় প্রেম নিবেদন করে এদেশেও নিজের নাম প্রচারে সক্ষম হন পাক-সুন্দরী৷

কিন্তু, কয়েকদিন ধরেই নিজের স্বাধীন নারী সত্ত্বাকে বারবার তুলে ধরছিলেন সোশাল মিডিয়ায়৷ মৃত্যুর ঠিক আগে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন, “যতবারই আমায় দমানোর চেষ্টা করা হোক না কেন, আমি একজন ফাইটার ঘুরে দাঁড়াবই৷”

এদিকে কান্দিলের মৃত্যু নিয়ে দ্বিধাবিভক্ত পাকিস্তান৷ একদিকে এই হনার কিলিং নিয়ে উচ্ছ্বসিত মৌলবাদীরা৷ অন্যদিকে কান্দিলকে ‘শহিদ’ আখ্যা দিয়ে প্রচার চালাচ্ছে মুক্ত বিচার ধারার সমর্থকরা৷ এ নিয়ে তর্ক জমেছে টুইটারেও৷ উপমহাদেশে মহিলাদের সম্মান যে পুরুষদের হাতেই সে কথা বলেন অভিনেত্রী রিচা চাড্ডা৷ আর তাই এখনও ঘটে চলে অনার কিলিংয়ের ঘটনা৷ সে কারণে তাঁকে রীতিমতো সমালোচনারও শিকার হতে হয়৷

The post কান্দিল হত্যায় গ্রেফতার অভিযুক্ত ভাই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement