সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছর বাদে বিধানসভা নির্বাচন হচ্ছে কাশ্মীরে। ৩৭০ ধারা প্রত্যাহারের পর প্রথমবার। ইতিমধ্যেই প্রথম পর্বের ভোট মিটেছে। এরই মধ্যে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোটকে অস্বস্তিতে ফেলে দিল পাকিস্তান। শাহবাজ শরিফের নেতৃত্বাধীন পাক সরকারের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ বুঝিয়ে দিলেন, কাশ্মীরের ভোটে তাঁদের সমর্থন কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্সের দিকে।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক বিদেশমন্ত্রী জানিয়েছেন, সংবিধানের ৩৭০ ধারা এবং ৩৫-এ অনুচ্ছেদ ফেরানো নিয়ে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোটের সঙ্গে পাকিস্তানের ভাবনা মিলে যায়। তিনি বলেন, "আমার মনে হয় কাশ্মীরে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোটের ক্ষমতায় ফেরার সম্ভাবনা প্রবল। ওই জোট ৩৭০ ধারাকে ভোটের ইস্যু হিসাবে তুলে ধরেছে। আমাদের ভাবনাও ওই জোটের ভাবনার সঙ্গে মিলে যায়।"
উল্লেখ্য, ন্যাশনাল কনফারেন্স নিজেদের ইস্তেহারেই স্পষ্ট বলেছে রাজ্যে তারা ক্ষমতায় এলে ৩৭০ ধারা ফেরানোর প্রক্রিয়া শুরু করা হবে। একই প্রতিশ্রুতি দিয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী পিডিপিও। কংগ্রেস সরাসরি ৩৭০ ধারা ফেরানোর কথা না বললেও এই ইস্যুতে রাহুল গান্ধীরা নীরব। কংগ্রেস অবশ্য কাশ্মীরকে পূর্ণরাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা নিজেদের ইস্তেহারে জানিয়েছেন। পাকিস্তানের আশা কংগ্রেস জোট ক্ষমতায় এলে বিশেষ মর্যাদা ফিরে পাবে উপত্যকা।
পাক মন্ত্রীর এই মন্তব্য হাতিয়ার করে ইতিমধ্যেই তেড়েফুঁড়ে আক্রমণে নেমে গিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য বলছেন, "পাকিস্তান, একটা জঙ্গি দেশ কাশ্মীরে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্সের জোটকে সমর্থন করছে। পান্নুন থেকে পাকিস্তান। রাহুল গান্ধী আর তাঁর সমর্থকদের সবসময় ভারত বিরোধীদের সমর্থন করে কেন?"