shono
Advertisement

প্রাণ বাঁচাতে পাকিস্তান সীমান্তে ভিড় আফগানদের, পাক সেনার গুলিতে নিহত ৩

কাবুল বিমানবন্দরের চেয়েও ভয়ংকর ভিড় পাক-আফগান সীমান্তে।
Posted: 04:52 PM Aug 27, 2021Updated: 05:51 PM Aug 27, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের (Afghnaistan) বুকে ক্রমেই জাঁকিয়ে বসছে তালিবান (Taliban) আতঙ্ক। দু’দশক আগের আতঙ্কের মুহূর্ত ফেরার আশঙ্কায় দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে (Kabul Airport) জমেছে বিপুল ভিড়। এরই মধ্যে ধারাবাহিক বিস্ফোরণের ধাক্কায় বিমানবন্দরে আতঙ্কের বাতাবরণ। এদিকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভিড় জমছে পাক-আফগান স্পিন বলডাক সীমান্তে। এই পরিস্থিতিতে শুক্রবার পাক সেনার গুলিতে তিনজন আফগান শরণার্থীর মৃত্যু হয়েছে বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

Advertisement

এদিকে পাক সরকারের তরফে সমস্ত হোটেলকে নির্দেশ দিয়েছে কোনও রুম সংরক্ষণ না করার জন্য। আগামী তিন সপ্তাহের জন্য সেদেশে পা রাখা শরণার্থীদের জন্য ছেড়ে রাখা হচ্ছে সমস্ত হোটেল। পাক সংবাদিক নাতিক মালিকজাদা একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে প্রবল গরমকে অগ্রাহ্য করে কীভাবে ভিড় হয়েছে স্পিন বলডাক সীমান্তে।

[আরও পড়ুন: Kabul Blast: প্রশাসনের ব্যর্থতা! প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগের দাবিতে সরব মার্কিন জনতা]

ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, ”এটা কাবুল বিমানবন্দরের দৃশ্য নয়। এটা স্পিন বলডাক সীমান্ত। আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশ করতে চেয়ে এখানে ভিড় জমিয়েছেন আফগান নাগরিকরা। এখানে পরিস্থিতি কাবুল বিমানবন্দরের চেয়েও খারাপ। কিন্তু যেহেতু এখানে কোনও বিদেশি সেনা উপস্থিত নেই, তাই সংবাদমাধ্যমের নজর এদিকে পড়েনি।”
কাতারে কাতারে মানুষের ভিড় দেখা যাচ্ছে ভিডিওটিতে। কার্যত, ভিড়ের যা অবস্থা তাতে যে কোনও সময় পদপিষ্ট যে কারও মারা যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গত ১৫ আগস্ট আফগানিস্তান (Afghanistan) নতুন করে দখল করে তালিবান। এরপর থেকেই অভিযোগ উঠেছে, পাকিস্তান লাগাতার সাহায্য করে চলেছে জঙ্গি গোষ্ঠীটিকে।অস্ত্রশস্ত্রই কেবল নয়, সেই সঙ্গে অন্যান্য সাহায্যও করছে ইসলামাবাদ। সম্প্রতি তালিবান মুখপাত্র দাবি করেছে, পাকিস্তান তাদের দ্বিতীয় বাড়ি। এবার পাক সীমান্তে দেখা গেল সাধারণ আফগানদের ভিড়।

[আরও পড়ুন: Taliban Terror: ‘পাকিস্তান আমাদের জন্ম দিয়েছে, ওটাই দ্বিতীয় বাড়ি’, জানিয়ে দিল তালিবান মুখপাত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement