সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয়ই হোন কিংবা পাকিস্তানি, তাঁর সাহায্য থেকে বঞ্চিত হন না কেউ। টুইটারের মতো সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বিদেশমন্ত্রীর এই কাজ নজর কেড়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী ও বিদেশমন্ত্রককে দরাজ সার্টিফিকেটও দিয়েছেন তিনি। তাই চিকিৎসার জন্য ভারতের আসার ভিসা না পেয়ে বিদেশমন্ত্রীরই দ্বারস্থ হলেন এক পাকিস্তানি মহিলা।
[ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পা ধুইয়ে দিচ্ছেন মহিলারা, ভাইরাল ভিডিও]
পাকিস্তানের লাহোরের বাসিন্দা বছরের পঁচিশের ফৈজা তানভির ক্যানসার রোগী। ওরাল ক্যানসারে ভুগছেন তিনি। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্দ্রপ্রস্থ ডেন্টাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে চান ফৈজা। চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দশ লক্ষ টাকা অগ্রিমও দিয়ে রেখেছেন। সম্প্রতি ভারতের আসার জন্য ভিসা চেয়ে ইসলামাবাদে ভারতীয় দুতাবাসে আবেদন করেছিলেন ফৈজা। কিন্তু, সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। ফৈজা তানভিরের মায়ের দাবি, ভারত-পাক সম্পর্কের অবনতির জন্য তাঁর মেয়েকে ভিসা দিতে চাইছে না ভারতীয় দুতাবাস। এরপরই টুইটারে এ বিষয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। গত কয়েক দিনে বেশ কয়েকটি টুইট করেছেন তিনি। নিজের ছবি ও ভিডিও পোস্ট করে ফৈজা লিখেছেন, ‘সুষমাজি দয়া করে আমায় সাহায্য করুন। আমার জীবন বাঁচান।’
প্রসঙ্গত, গত মাসেই ছেলের চিকিৎসার জন্য ভারতে আসার ভিসা চেয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আবেদন করেছিলেন এক পাক দম্পতি। ওই দম্পতির একমাত্র সন্তান হৃদযন্ত্রের জটিল অসুখে ভুগছে। নিরাশ হননি ওই পাক দম্পতি। বিদেশমন্ত্রীর হস্তক্ষেপে ভিসা পান তাঁরা।
[কোনও কিছু রক্ষার নামে গণপিটুনি নয়, বার্তা বিজেপি নেতার]
The post ভারতে আসার ভিসা চাই, সুষমার দ্বারস্থ ক্যানসার আক্রান্ত পাক তরুণী appeared first on Sangbad Pratidin.