shono
Advertisement

সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার, পাল্টা জবাব ভারতের

রবিবার সকাল থেকে তিনবার বিনা প্ররোচনায় গুলি ছুড়েছে পাকিস্তান। The post সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার, পাল্টা জবাব ভারতের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:48 PM Jun 11, 2017Updated: 10:18 AM Jun 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে ফের একবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা। রবিবার দুপুরে ১২ টা ৪০ নাগাদ বিনা প্ররোচনায় সীমান্তের ওপার থেকে গুলি ছুড়তে শুরু করে তারা। নৌসেরা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা। যদিও পাল্টা জবাব দিয়েছে ভারতও। পাক সেনা ছাউনি লক্ষ্য করে পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনার জওয়ানরা।

Advertisement

[গো-মাংস খেয়েই প্রতিবাদ জানালেন মেঘালয়ের প্রাক্তন বিজেপি নেতারা]

এর আগে এদিন সকালে আরও দু’বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাকিস্তান। সকাল ১০ টা নাগাদ জম্মু-কাশ্মীরের রামগড় সেক্টরে বিএসএফ জওয়ানদের উদ্দেশে গুলি ছোড়ে পাক সেনা। এরপরেই পাল্টা জবাব দেয় ভারতও। প্রায় ৪৫ মিনিট ধরে দু’দেশের সেনার মধ্যে গুলির লড়াই চলে। এছাড়া সকাল ৯ টা ৪৫ মিনিট নাগাদ রাজৌরি জেলার ভীম্বার সেক্টরে ভারতীয় চৌকি লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাকিস্তান। এদিন বারবার বিনা প্ররোচনায় পাক সেনার এই ভাবে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করায় সীমান্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও সেনার তরফ থেকে জানান হয়, এই ঘটনায় ক্ষয়-ক্ষতি বা প্রাণহানি হয়নি।

[‘ধর্ষণ’ দেখে ফেলায় প্রত্যক্ষদর্শীকে দা-এর কোপ, অভিযুক্ত বিজেপি নেতা]

পবিত্র রমজান মাস ও অমরনাথ যাত্রার মধ্যে গত কয়েকদিনে বড়সড় নাশকতার ছক বানচাল করেছে সেনা। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় অন্তত ১৩ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। শনিবার সেনার নর্দার্ন কমান্ডের উধমপুর হেড কোয়ার্টার থেকে এই বিবৃতি দেওয়া হয়েছিল। সেনা সূত্রে জানান হয়, নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাক সেনার মদতপুষ্ট জঙ্গিরা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ভারতে অনুপ্রবেশ করতে চাইছে। কিন্তু ভারতীয় সেনাও কড়া হাতে জঙ্গি দমন অভিযান শুরু করায় অনুপ্রবেশকারীরা পালানোর পথ পায়নি। সেনার এক আধিকারিক বলেন, “একের পর এক অভিযান চালিয়ে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে ১৩ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। মাচিল, গুরেজ, নওগাম ও উরি সেক্টরে লাগাতার অভিযান চালিয়েছে সশস্ত্র বাহিনী।” বিশেষজ্ঞদের মতে, ফের জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে, সেকারণেই পাক সেনা লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে। কারণ এর আগে একাধিকবার এভাবেই সীমান্ত দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশে সাহায্য করে এসেছে পাক সেনা। যদিও ভারতীয় সেনা যেকোনও ধরনের জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে প্রস্তুত। এমনটাই আশ্বস্ত করা হয়েছে সেনার পক্ষ থেকে।

[ভারতে প্রতি বছর চিড়িয়াখানায় কতগুলি বাঘ মারা যায় জানেন?]

The post সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার, পাল্টা জবাব ভারতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement