shono
Advertisement

Breaking News

সংঘর্ষে খতম ‘আইএস জঙ্গি’ নিরপরাধ! পাক প্রশাসনের দাবিতে তুঙ্গে বিতর্ক

ফের কাঠগড়ায় ইমরান প্রশাসন৷ The post সংঘর্ষে খতম ‘আইএস জঙ্গি’ নিরপরাধ! পাক প্রশাসনের দাবিতে তুঙ্গে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 07:49 PM Jan 21, 2019Updated: 07:49 PM Jan 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের সঙ্গে সংঘর্ষে শনিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে খতম হয়েছে শীর্ষ আইএস কম্যান্ডার জিশান৷ আইএস সন্দেহে একই সঙ্গে খতম হয়েছে জিশানের বন্ধু খলিল ও তার পরিবারের দুই মহিলা সদস্য৷ এই ঘটনার ঠিক একদিন পরেই মৃতদের মধ্যে তিনজনকে নিরপরাধ দাবি করলেন পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী বাশারত রাজা৷ এমনকী, ওই জঙ্গিদমন অভিযানের সঙ্গে যুক্ত ১৬ জন তদন্তকারী অফিসারের কঠোর শাস্তির ব্যবস্থা করল পাঞ্জাব প্রশাসন৷

Advertisement

[মেক্সিকোর গ্যাসের পাইপে বিস্ফোরণ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ]

রবিবার পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী জানান, মৃতদের মধ্যে কেবলমাত্র জিশানই আইএস জঙ্গি৷ খলিল ও বাকি দুই মহিলা তার প্রতিবেশী৷ তাদের সঙ্গে আইএসের কোনও যোগ নেই৷ জিশান যে আইএসের শীর্ষ কম্যান্ডার, সেই বিষয়েও কিছু জানত না খলিল ও তার পরিবারের সদস্যরা৷ পাশাপাশি মন্ত্রী বাশারত রাজা অভিযোগ করেন, জঙ্গিদমন অভিযানে নিযুক্ত অফিসাররা কর্তব্যে গাফিলতি করেছে৷ আইএস জঙ্গি জিশানকে খতম করতে গিয়ে নিরপরাধ তিনজন মানুষকে খুন করেছে তারা৷ জানা গিয়েছে, এই অভিযোগে ওই অভিযানে যুক্ত জঙ্গিদমন শাখার ১৬ জন অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন যে অফিসার তাঁকেও সাসপেন্ড করেছে পাঞ্জার প্রদেশের সরকার৷

[শিক্ষা হয়নি দুর্ঘটনায়, সিট বেল্ট ছাড়াই চালকের আসনে প্রিন্স ফিলিপ  ]

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলায় অভিযান চালিয়েছিল পুলিশ ও কাউন্টার টেররিজম বিভাগের গোয়েন্দারা৷ ওই অভিযানেই খতম হয় আইএস কম্যান্ডার জিশান, তার বন্ধু খলিল ও খলিলের পরিবারের দুই মহিলা সদস্য৷ গুরুতর চোট পায় বছর ১৩-র এক কিশোর৷ পুলিশ জানিয়েছিল, একটি গাড়ি করে খলিল ও তার পরিবারের সঙ্গে লাহোর থেকে বুরেওয়ালার দিকে যাচ্ছিল জিশান৷ মাঝপথে তাদের গাড়ি থামানোর চেষ্টা করেন পুলিশ ও জঙ্গিদমন শাখার অফিসাররা৷ কিন্তু প্রথমে গুলি চালায় জিশান৷ পালটা উত্তর দেয় পুলিশ৷ গুলিতে মৃত্যু হয় চারজনের৷ শনিবার গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছিল, আফগানিস্তানে আত্মগোপন করে থাকা আইএস শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল জিশানের৷ তাদের কথাতেই পাঞ্জাব প্রদেশ-সহ বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরেই আইএসের রিক্রুটার হিসাবে কাজ করত সে৷ এমনকী, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর তিন শীর্ষ কর্তাকে খুনেরও অভিযোগ রয়েছে জিশানের বিরুদ্ধে৷ দীর্ঘদিন ধরেই তার খোঁজ করছিলেন গোয়েন্দারা৷

The post সংঘর্ষে খতম ‘আইএস জঙ্গি’ নিরপরাধ! পাক প্রশাসনের দাবিতে তুঙ্গে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement