সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে পাকিস্তান ‘যুদ্ধবাজ’ উত্তর কোরিয়াকে পরমাণু বোমার মতো মারাত্মক অস্ত্রশস্ত্র বিক্রি করছে, অন্যদিকে সেই পাকিস্তানই চায় এনএসজি-তে প্রবেশ করার বিষয়ে তাদের সমর্থন করুক সদস্য দেশগুলি৷ পাকিস্তানের এই দ্বিচারিতা বুধবার ফাঁস হয়ে গেল মার্কিন সূত্রকে উদ্ধৃত করে প্রকাশিত এক ভারতীয় সংবাদসংস্থা এএনআই-এর রিপোর্টে৷
রাষ্ট্রসংঘের বিধি-নিষেধের তোয়াক্কা না করে পাকিস্তান এনার্জি কমিশন (পিএইসি)-এর কর্তারা উত্তর কোরিয়াকে পরমাণু বোমা তৈরির সরঞ্জাম বিক্রি করছে বলে ওই রিপোর্টে ফাঁস হয়ে গিয়েছে৷ অভিযোগ, চিন থেকে যে পরমাণু প্রযুক্তি আমদানি করে পাকিস্তান, সেই প্রুযুক্তিই হাত বদলে চলে যাচ্ছে উত্তর কোরিয়ায়৷ এই তথ্য ধামাচাপা দিতে চাইছে চিন, কারণ প্রথম থেকেই এনএসজি-তে পাকিস্তানের প্রবেশের পক্ষে আন্তর্জাতিক মহলের সমর্থন চেয়েছে বেজিং৷ কিন্তু পাকিস্তানের পরমাণু প্রযুক্তি পাচারের অভিযোগের স্বপক্ষে যথেষ্ট তথ্য পৌঁছেছে আমেরিকার হাতে৷ আর এখন পাকিস্তান ঘুঁটিকে সামনে রেখে এনএসজি-তে ভারতের প্রবেশের পক্ষে সদস্য দেশগুলির সমর্থন আদায় করবে ওয়াশিংটন৷ আন্তর্জাতিক পরমাণু ক্লাবের সদস্যদের সামনে এই তথ্য পেশ করতে চলেছে আমেরিকা৷
সূত্রের খবর, তেহরানে নিযুক্ত উত্তর কোরিয়ার দুই কূটনীতিবিদ ২০১২-২০১৫ সালের মধ্যে অন্তত ৮ বার পাকিস্তানে গিয়েছিলেন৷ তারাই পাক পরমাণু বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে অকাট্য প্রমাণ পেয়েছেন মার্কিন গোয়েন্দারা৷ সেই ছবি দেখানো হলে পাকিস্তানও স্বীকার করে নিয়েছে ইসলামাবাদ ও করাচিতে ঘনঘন দেখা যেত দুই কোরীয় কূটনীতিবিদকে৷ যদিও পারমাণবিক প্রযুক্তির কেনাবেচা নিয়ে স্বাভাবিকভাবেই মুখে কুলুপ এঁটেছে তারা৷ সবমিলিয়ে এনএসজি-তে প্রবেশ করার দরজা পাকিস্তানের মুখের উপর বন্ধ হয়ে গেল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ৷
The post ‘যুদ্ধবাজ’ উত্তর কোরিয়াকে গোপনে পরমাণু অস্ত্র বেচছে পাকিস্তান appeared first on Sangbad Pratidin.