shono
Advertisement

ভারতীয় ছাত্রীর ছবি বিকৃত করায় বন্ধ ‘পাকিস্তান ডিফেন্স’-এর টুইটার অ্যাকাউন্ট

ধন্যবাদ প্রাপ্য ভারতীয়দের, মুখ খুললেন ওই ছাত্রী। The post ভারতীয় ছাত্রীর ছবি বিকৃত করায় বন্ধ ‘পাকিস্তান ডিফেন্স’-এর টুইটার অ্যাকাউন্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 12:19 PM Nov 19, 2017Updated: 03:06 PM Sep 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে বিষোদগার করতে গিয়ে বেকায়দায় পাকিস্তান। এক ভারতীয় মহিলার ছবি ফটোশপে বিকৃত করে টুইট করায় ব্লক হয়ে গেল পাকিস্তান ডিফেন্স-এর অফিসিয়াল অ্যাকাউন্ট। হাস্যকর এই খবরে শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। পাকিস্তান এই কীর্তিটি করে নিজেদের আরও হাস্যস্পদ করে তুলল, এমন টুইট একের পর এক আছড়ে পড়ছে মাইক্রোব্লগিং সাইটে।

Advertisement

[বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের নয়া সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী!]

ঠিক কী ঘটেছিল রবিবার? পাকিস্তান ডিফেন্স-এর সোশ্যাল মিডিয়া সেল এক ভারতীয় মহিলার ছবিকে বিকৃত করে। দিল্লির জামা মসজিদের সামনে দাঁড়িয়ে ‘আমি ভারতের গর্বিত নাগরিক’ এই সংক্রান্ত পোস্টার-সহ টুইটারে একটি ছবি পোস্ট করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কাওয়ালপ্রীত কৌর। সেই ছবি অবৈধভাবে ডাউনলোড করে স্রেফ পোস্টারের ভাষাটুকু ফটোশপে কারিকুরি পালটে দেয় পাকিস্তান। লেখে, ‘আমি ভারতকে ঘৃণা করি।’ ইসলামাবাদের এই বোকামি ধরে ফেলতে খুব একটা সময় লাগেনি ভারতীয়দের নেটিজেনদের। পাকিস্তান ডিফেন্স-এর বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে টুইটারে। শেষমেশ তাদের অ্যাকাউন্টটিই ব্লক করে দেওয়া হয়।

তাদের টুইটার অ্যাকাউন্টটি এখনও সচল হয়নি। তবে এই ঘটনাটি প্রকাশ্যে আনার জন্য ওই ভারতীয় ছাত্রী নেটিজেনদের ধন্যবাদ জানিয়েছেন। টুইটারে সে কথাও লিখেছেন তিনি। তবে পাকিস্তান ডিফেন্স-এর সঙ্গে পাক প্রতিরক্ষা মন্ত্রকের কোনও প্রত্যক্ষ যোগাযোগ নেই। এই টুইটার অ্যাকাউন্টটি ইসলামাবাদের সামরিক সরঞ্জাম, রণকৌশল নিয়ে নানা ভুয়ো খবর প্রচার করে। কিন্তু ভুয়ো খবর, ঘৃণা ছড়াতে গিয়ে যে এমন বেকায়দায় পড়তে হবে, সম্ভবত আঁচ করতে পারেনি তারা।

The post ভারতীয় ছাত্রীর ছবি বিকৃত করায় বন্ধ ‘পাকিস্তান ডিফেন্স’-এর টুইটার অ্যাকাউন্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার