shono
Advertisement

Breaking News

Pakistan

'সব ইহুদিকে খতম করব'! হুঙ্কার দিয়ে নিউ ইয়র্কে পড়ুয়াদের খুনের চেষ্টা পাক শরণার্থীর

নিউ ইয়র্কের স্কুলে হামলায় আহত ৫।
Published By: Anwesha AdhikaryPosted: 05:43 PM May 30, 2024Updated: 05:43 PM May 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইহুদি পড়ুয়াদের গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক পাক শরণার্থীর বিরুদ্ধে। জানা গিয়েছে, বুধবার একটি স্কুলের সামনে গিয়ে পড়ুয়াদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। সব ইহুদিকে মেরে ফেলার হুমকিও দেন। উল্লেখ্য, গাজায় ইজরায়েলি সেনার অভিযানের পর থেকেই মার্কিন মুলুকে বেড়েছে ইহুদিবিদ্বেষ।

Advertisement

মার্কিন (USA) সংবাদপত্র নিউ ইয়র্ক পোস্ট সূত্রে খবর, বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের (New York) ব্রুকলিন এলাকায়। ইহুদি স্কুলের পড়ুয়াদের লক্ষ্য করে গাড়ি নিয়ে তেড়ে যান এক ট্যাক্সি চালক। প্রথমবার ধাক্কা মারতে না পেরে গাড়ি ঘুরিয়ে আবারও পড়ুয়াদের চাপা দেওয়ার চেষ্টা করেন। কোনওমতে রক্ষা পান স্কুলের সামনে থাকা পড়ুয়া এবং অন্যান্যরা। তবে জানা গিয়েছে, পাঁচজন আহত হয়েছেন। ১৮ বছর বয়সি তিন পড়ুয়া ছাড়াও ৪০ বছর বয়সি দুই ব্যক্তি আহত হন। যদিও কারোওর আঘাত গুরুতর নয়।

[আরও পড়ুন: ভুয়ো নথি তৈরি করে পড়ুয়াদের সঙ্গে ‘প্রতারণা’, কানাডায় দোষী সাব্যস্ত ভারতীয় এজেন্ট

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম আসগর আলি। ৫৮ বছর বয়সি আসগর পাক (Pakistan) শরণার্থী। নিউ ইয়র্কে ট্যাক্সি চালান তিনি। একাধিকবার মানসিক ভাবে অসুস্থ হয়েছেন। গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টার পাশাপাশি তাঁর মুখে ইহুদিদের খতম করার স্লোগান শুনে বিশেষভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবারই আসগরকে গ্রেপ্তার করে শুরু হয়েছে জেরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে আসগরের যোগ নেই।

উল্লেখ্য, প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে আমেরিকায় বসবাস করছেন আসগর। একাধিকবার তাঁর বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ উঠেছে। ১৯৯৮ সালে প্রথমবার গ্রেপ্তার হন আসগর। তার পরে আরও চারবার গারদের ওপারে পাঠানো হয়েছে তাঁকে। তবে ইহুদিবিদ্বেষের অভিযোগ আসগরের বিরুদ্ধে এই প্রথমবার।

[আরও পড়ুন: বালোচিস্তানে নির্বিচারে গুলি ইরানি সেনার, প্রাণ গেল ৪ পাক নাগরিকের! ঘনাচ্ছে যুদ্ধের মেঘ?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইহুদি স্কুলের পড়ুয়াদের লক্ষ্য করে গাড়ি নিয়ে তেড়ে যান এক ট্যাক্সি চালক। প্রথমবার ধাক্কা মারতে না পেরে গাড়ি ঘুরিয়ে আবারও পড়ুয়াদের চাপা দেওয়ার চেষ্টা করেন।
  • নিউ ইয়র্কে ট্যাক্সি চালান তিনি। একাধিকবার মানসিক ভাবে অসুস্থ হয়েছেন।
  • প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে আমেরিকায় বসবাস করছেন আসগর। একাধিকবার তাঁর বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ উঠেছে।
Advertisement