সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এক মাস ধরে চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতার সাক্ষী পাকিস্তান (Pakistan)। ইমরান খানকে (Imran Khan) গদিচ্যুত করতে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা। হাজার চেষ্টাতেও ক্ষমতা ধরে রাখতে পারেননি প্রাক্তন পাক ‘কাপ্তান’। শেষ পর্যন্ত সোমবার পাক সংসদের রায়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। যদিও সেদেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও টালমাটাল। এর মধ্যেই একটি ভিডিও নিয়ে বিতর্ক চরমে উঠল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ইমরানের দলের তরুণ নেতা ফাহিম খান (Faheem Khan)। ভিডিওটিতে নয়া পাক প্রধামন্ত্রীকে ‘ভিখারি’ বলে কটাক্ষ করেন ফাহিম।
বিতর্কিত ভিডিওটি পাক সংসদের মধ্যেই তোলা। যেদিন ইমরানের দলের নেতারা পদত্যাগ করেন, যার ফলে মসৃণ হয়ে যায় শাহবাজের কুরসি দখলের পথ, সেদিন তোলা হয় ভিডিওটি। ফাহিম নিজের মোবাইল ক্যামরোয় ভিডিওটি রেকর্ড করেন। ঘুরে ঘুরে পাক সংসদ দেখান তিনি। শাহবাজ শরিফকে দেখিয়ে বলেন, এই লোকটা আসলে ‘ভিখারি’। ভিডিওতে (ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক) ফাহিম খান বলেন, “এই মুহূর্তে পাক সাংসদে দাঁড়িয়ে আছি আমি। একজন আন্তর্জাতিক ভিখারিকে দেখাতে চাই আমি। যিনি এই দেশকে ভিখারি বলেছিলেন। কিন্তু আমরা ভিখারি নই।”
[আরও পড়ুন: মেয়াদ ফুরোলেও বিদেশি ঋণ শোধে অপারগ শ্রীলঙ্কা, শেষ ভরসা IMF]
নিজের টুইটার অ্যাকাউন্টে ফাহিম খান ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়। ইমরান সমর্থক নেটিজেনরা ফাহিমের ‘সাহসিকতা’র প্রশংসা করেন। তারা নয়া পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এক নেটিজেন মন্তব্য করেন, “ফের মাফিয়ার হাতে চলে গেল দেশ।”
[আরও পড়ুন: ‘সন্ত্রাসবাদে রাশ টানুন’, নয়া পাক প্রধানমন্ত্রীকে কড়া বার্তা রাজনাথের]
রবিবার ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান শোনা যায় পাকিস্তানেও। পাক পাঞ্জাব প্রদেশের লাল হভেলিতে মোদির বিরুদ্ধে দেওয়া রাহুল গান্ধীর এই স্লোগান তোলেন তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীরা। তবে শাহবাজ শরিফের বিরুদ্ধে নয়, অনাস্থা ভোট এনে ইমরানের সরকার ফেলে দেওয়ার অভিযোগে পাক সেনাকে আক্রমণ করে ভারত বিখ্যাত স্লোগান ওঠে পাকিস্তানে (Pakistan)। ওয়াকিবহাল মহলের বক্তব্য, সেনার সঙ্গে সুসম্পর্কের কারণেই ইমরানকে সরিয়ে ক্ষমতা আসতে পেরেছেন নওয়াজের ভাই শাহবাজ।