সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সহনশীলতার ‘স্ট্র্যাটেজি’কে যদি পাকিস্তান দিনের পর দিন হালকাভাবে নেয়, তাহলে ভুল করবে৷ মঙ্গলবার এভাবেই পাকিস্তানকে সতর্ক বার্তা পাঠালো মার্কিন সংবাদ মাধ্যম৷
সীমান্তে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে পাক জঙ্গিরা৷ তা সত্ত্বেও সরাসরি পাল্টা আক্রমণের পথে হাঁটেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে পাক প্রশাসন এরপরও নড়েচড়ে না বসলে আখেরে ক্ষতি পাকিস্তানেরই৷ মোদির সঙ্গে সহযোগিতা না করলে কিন্তু অদূর ভবিষ্যতে পাকিস্তানকেই একঘরে হতে হবে৷ পাকিস্তানকে এমনই হুঁশিয়ারি দিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল৷ লাগাতার জঙ্গি হানা হতে থাকলে তা দমনে মোদি সরকার যে কড়া পদক্ষেপ নেবেই, তাও মনে করিয়ে দিল তারা৷
জঙ্গিঘাঁটি অবিলম্বে বন্ধ করে দিতে এবং জঙ্গিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে মঙ্গলবারই সে দেশের সরকারকে অনুরোধ করেছিল আমেরিকা৷ এবার পাক প্রশাসনের ঘুম ভাঙাতে তৎপর হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমও৷
ওয়াল স্ট্রিট জার্নালে বলা হয়েছে, ভারত এবার দাবি তুলতেই পারে যে সন্ত্রাস দমনে তাদের প্রতিবেশি দেশ কখনওই কোনও ভূমিকা নেয়নি৷ মোদির প্রশংসা করে আরও বলা হয়েছে, সেনাবাহিনীকে সরাসরি আক্রমণের রাস্তায় না হাঁটিয়ে পাকিস্তানকে একঘরে করে দেওয়ার অঙ্গীকার নিয়েছেন মোদি৷ উরিতে বুলেটের জবাব সিন্ধুর জল নিয়ন্ত্রণ করে দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী৷ যদিও তা বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে৷ সেই কথার উল্লেখ করে পাক মুলুককে জার্নালটি হুঁশিয়ারি দেয়, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে ও কূটনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাদের কার্যসিদ্ধিতে বাধা হয়ে দাঁড়াবে ভারত৷
The post ভারতের সহনশীলতার সুযোগ নিলে বিপদে পড়বে পাকিস্তানই! appeared first on Sangbad Pratidin.