shono
Advertisement

আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, গুলির লড়াই আখনুরে

গত চার দিনে এই নিয়ে পাঁচবার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷
Posted: 04:58 PM Oct 01, 2016Updated: 11:28 AM Oct 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে ভারত-পাকিস্তান সামরিক পরিস্থিতি৷ চলতি সপ্তাহে উরি হামলার বদলা নিতে লাইন অফ কন্ট্রোল পেরিয়ে পাকিস্তানি জঙ্গিদের উপর হামলা চালান ভারতীয় সেনারা৷ দু’জন পাকিস্তানি সেনা ও ৩৬ জঙ্গি নিকেশ করেন তাঁরা৷

Advertisement

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও হামলা চালাল পাকিস্তান৷ যুদ্ধবিরতি লঙ্ঘন করে শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ জম্মু ও কাশ্মীরের আখনুর অঞ্চলে হামলা করে পাক সেনারা৷ পাল্লানওয়ালা সেকটরে মূলত এই ঘটনা ঘটে৷ সকাল ছ’টা পর্যন্ত এদিন ভারত ও পাক সেনাবাহিনীর মধ্যে তীব্র গুলি বিনিময় হয় বলে সূত্রের তরফে জানানো হয়েছে৷

এর আগে বৃহস্পতিবার মেন্ধারে হামলা চালায় পাকিস্তানি সেনা৷ যদিও তাদের সেই আচমকা আক্রমণ ভারতের বিশেষ কোনও ক্ষতি করতে পারেনি৷ সেদিনের ঘটনায় কোনও হতাহত নেই৷ আর তাই আবারও এদিন হামলা চালাল পাক সেনারা৷

যুদ্ধবিরতি লঙ্ঘন করা পাক সেনাদের নতুন কাজ নয়৷ গত চার দিনে এই নিয়ে পাঁচবার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷

সূত্রের খবর, পাক সেনারা সীমান্তপারের সাধারণ মানুষকে আক্রমণ করার চেষ্টা করেছে এদিন৷ বাদু এবং চানু অঞ্চলকে লক্ষ্য করে গুলিবর্ষণ এবং বোমা ছোড়া হয় বলে সূত্রের খবর৷ বারংবার আক্রমণের মাধ্যমে সেই অঞ্চলের বাড়িগুলিকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা চালায় পাক সেনারা৷ যদিও ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সীমান্তে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে৷ স্থানীয় মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গিয়েছে৷ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement