shono
Advertisement

সীমান্তে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাক সেনার, মৃত ২ নাগরিক

বান্দিপোরাতে সেনার উপর হামলা চালিয়েছে জঙ্গিরা, আহত ৩ জওয়ান। The post সীমান্তে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাক সেনার, মৃত ২ নাগরিক appeared first on Sangbad Pratidin.
Posted: 09:06 AM Jul 08, 2017Updated: 04:14 AM Jul 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। শনিবার ভোরে জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালাল পাক সেনা। সঙ্গে ছোড়া হল মর্টারও। আর এই ঘটনাতেই মারা গিয়েছেন একই পরিবারের দুই সদস্য। এর পাশাপাশি বান্দিপোরাতেও ঘটল জঙ্গি হামলার ঘটনা। শনিবার সকালে বান্দিপোরা জেলার হাজিনা এলাকায় সেনার উপর সন্ত্রাসবাদীদের হামলায় আহত হয়েছেন তিন সেনা জওয়ান। এক বছর আগে এই দিনেই সেনার হাতে নিকেশ হয়েছিল হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি। সেই বদলা নিতেই এই আক্রমণ বলে অনুমান সেনার।

Advertisement

এদিন ভোরে জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে বিনা প্ররোচনায় ভারতীয় চৌকি লক্ষ্য করে গুলি, মর্টার ছুড়তে থাকে তারা। চুপ ছিল না ভারতীয় সেনাও। সকাল ৬ টা ৩০ নাগাদ পালটা জবাব দেয় তাঁরাও। ঘটনায়  একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে।হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল সেনাবাহিনী। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের আগে হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিনকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ ঘোষণা করেছিল আমেরিকা। তারপরই হিজবুল নেতা হুঁশিয়ারি দেয়, যেকোনও মুহূর্তে ভারতে আক্রমণ চালাতে প্রস্তুত হিজবুল। এজন্য তারা পুরোপুরি তৈরিই রয়েছে। পাশাপাশি সৈয়দ বলে, কাশ্মীরে অতর্কিতে হামলা চালিয়ে ভারতীয় সেনার যতটা সম্ভব ক্ষতি করাটাই তাদের মূল লক্ষ্য। আর ঠিক তারপরই এই আক্রমণ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

[গ্রামের নাম দুর্গন্ধ, হিজড়া! বাসিন্দারা কী করলেন জানেন?]

গত বছর ৮ জুলাইয়ে ভারতীয় সেনার হাতে নিকেশ হয়েছিল হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানি। ঘটনার এক বছর কেটে গেলেও এখনও অগ্নিগর্ভ কাশ্মীর। এর মধ্যেই ছেলের পাশে দাঁড়িয়েছেন বুরহানের মা। ‘জঙ্গি নয় আমার ছেলে স্বাধীনতা সংগ্রামী|’ এমনটাই বক্তব্য তাঁর। এক জঙ্গিকে স্বাধীনতা সংগ্রামী আখ্যা দিয়ে দেশদ্রোহীদের কার্যত উসকে দিচ্ছেন মাইমুনা| এদিকে, বুরহানের মৃত্যুর এক বছর পর ফের বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলনের প্রবল আকার ধারণ করার আশঙ্কায় রয়েছে সেনা| এছাড়া নেতার মৃত্যুর বদলা নিতে সেনাবাহিনীর উপর হামলা চালাতে পারে জঙ্গিরা বলেও জানিয়েছেন গোয়েন্দারা| সেই আশঙ্কা সত্যি করেই ইতিমধ্যে বান্দিপোরায় হামলাও চালিয়েছে সন্ত্রাসবাদীরা। গোটা উপত্যকায় তাই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। দক্ষিণ কাশ্মীরে যাওয়ার বেশির ভাগ সড়ক বন্ধ রাখা হয়েছে। কারণ ওখানেই সবচেয়ে বেশি গোলমালের আঁচ করছে প্রশাসন।

[জঙ্গি নয় স্বাধীনতা সংগ্রামী বুরহান, বললেন মা]

The post সীমান্তে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাক সেনার, মৃত ২ নাগরিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement