সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পান্নুনের নিশানায় এয়ার ইন্ডিয়া (Air India)। এবার উড়ান অচল করে দেওয়ার হুমকি দিলেন খলিস্তানি ‘জঙ্গি’ গুরপতওয়ান্ত সিং পান্নুন। বিমানের সামনে ‘পিকেটিং’-এর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। কিন্তু কীভাবে এয়ার ইন্ডিয়ার বিমানের উড়ান অচল করবেন, তা স্পষ্ট করেননি পান্নুন।
এই প্রথম নয়, এর আগে একাধিকবার এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন পান্নুন। ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী তথা বিশ্বকাপ ফাইনালের দিন, ১৯ নভেম্বর মাঝ আকাশে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন পান্নুন। যদিও তা স্রেফ ‘ফাঁকা আওয়াজ’ হয়েই রয়ে গিয়েছে। এবার নতুন এক ডেডলাইন দিলেন কানাডা নিবাসী SFJ নেতা। তাঁর হুঁশিয়ারি, ১ ডিসেম্বর কানাডার টরেন্টো এবং ভ্যাঙ্কুবার বিমানবন্দরে থেকে এয়ার ইন্ডিয়ার বিমান উড়তে দেওয়া হবে না। খলিস্তানপন্থীদের পিকেটিং-এর ডাক দিয়েছেন পান্নুন। কীভাবে এই পিকেটিং করা হবে তা তিনি স্পষ্ট করেননি। বরং শিখ ধর্মাবলম্বীদের এয়ার ইন্ডিয়ার বিমান বয়কটের পরামর্শ দিয়েছেন। কারণ এই উড়ানে শিখ ধর্মাবলম্বীদের প্রাণের ঝুঁকি রয়েছে বলেও দাবি পান্নুনের।
[আরও পড়ুন: নিউমোনিয়া সারাতে শিশুকে ৪০ বার লোহার রডের ছ্যাঁকা! অভিযুক্ত মা, ঠাকুরদা-সহ ৩]
প্রসঙ্গত, ২০১৯ সালে পান্নুনের সংগঠন ‘শিখ ফর জাস্টিস’কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ২০২০ সালে তাঁকে ‘জঙ্গি’ তকমা দেওয়া হয়। এবার আরও একধাপ এগিয়ে পান্নুনের বিরুদ্ধে UAPA ধারায় মামলা করা হল। NIA জানিয়েছে, কানাডা নিবাসী পান্নুনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১৫৩এ, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। UAPA (Unlawful Activities Prevention Act, 1967)-এর ১০, ১৩, ১৬, ১৭, ১৮, ১৮বি এবং ২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে নিষিদ্ধ সংগঠন ‘শিখ ফর জাস্টিসে’র প্রতিষ্ঠাতা পান্নুনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে তাঁকে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল। শিখ ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলা হয়েছিল, ১৯ নভেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে উঠবেন না। প্রাণ সংকট হতে পারে।