shono
Advertisement

সৌমিত্রর বায়োপিকে যিশু, জন্মদিনেই ঘোষণা পরিচালক পরমব্রতর

জানুন বিশদে। The post সৌমিত্রর বায়োপিকে যিশু, জন্মদিনেই ঘোষণা পরিচালক পরমব্রতর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:16 PM Jan 19, 2020Updated: 07:16 PM Jan 19, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ১৯ জানুয়ারি, রবিবার ৮৫-তে পা রাখলেন চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সকালেই তাঁর জন্মদিন উপলক্ষে ‘বেলাশুরু’র ফার্স্ট লুক প্রকাশ্যে এনে প্রথম চমক দিলেন শিবপ্রসাদ-নন্দিতা। আর বিকেল গড়াতেই আরেক চমক এল পরমব্রত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। প্রবাদপ্রতীম অভিনেতার জন্মদিন উপলক্ষেই তাঁর বায়োপিকের ঘোষণা করে ফেললেন অভিনেতা তথা পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। কমবয়সি সৌমিত্রর ভূমিকায় অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। পরিচালনায় পরমব্রত চট্টোপাধ্যায়।

Advertisement

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকের কথা অবশ্য কানাঘুষো আগেই শোনা গিয়েছিল। কিন্তু সেসময় সৌমিত্রর ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয়ের কথা শোনা গিয়েছিল ছবিতে। তবে, রবিবার অফিশিয়ালি বায়োপিকের ঘোষণা করলেন পরমব্রত। এবং সেইসঙ্গে এও জানালেন যে, কমবয়সি সৌমিত্রর ভূমিকায় দেখা যাবে যিশুকে। আর প্রৌঢ় বয়সের অংশে অভিনয় করবেন স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র এবং পরমব্রত অভিনীত ‘শ্রাবণের ধারা’র কাহিনিকার শুভেন্দু সেনের উদ্যোগেই বাঙালির চেনা ‘ফেলুদা’র বায়োপিকের ভাবনা আরও বেশি করে চাড়া দেয়। ঘনিষ্ঠ সূত্রের খবর, এরপর সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করলে তিনিও পরমব্রতর নাম শুনে অমত করেননি।

 

ছবির স্ক্রিন-প্লে’র দায়িত্বভার বর্তেছে চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্তের উপর। ছয় দশকেরও বেশি অভিনয়জীবন সৌমিত্র চট্টোপাধ‌য়ের। দীর্ঘ ষাট বছরের কেরিয়ারে তিনশোরও বেশি ছবি। বলা চলে, ম্যারাথন দৌড়ের এক অসামান‌্য সেলুলয়েড-দর্পণ তাঁর জীবন। ব্যক্তিগত জীবন থেকে সৌমিত্রর অভিনয়জীবন, যাবতীয় বিষয় ফুটে উঠবে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের ফ্রেমে। উপরিপাওনা, সেই সঙ্গে তৎকালীন বাংলা ইন্ডাস্ট্রির বেশ কিছু অজানা তথ্যও উঠে আসতে পারে পরম পরিচালিত বায়োপিকের হাত ধরে।  

[আরও পড়ুন: ‘সুদক্ষিণার শাড়ি’ বুনল নারীর উত্তরণের কাহিনি, অনবদ্য শ্রীলেখা ]

দু’জনের পদবীই চট্টোপাধ‌্যায়। দু’জনেরই বুদ্ধিজীবী হিসেবে বাঙালি সমাজে পৃথক অধিষ্ঠান। আবার দু’জনেই বামপন্থী মতাদর্শে বিশ্বাসী। আবার দু’জনকেই বাঙালি সিনেদর্শক দেখেছে ‘অপু’ হিসেবে। সেই এক চট্টোপাধ্যায়ই এবার তৈরি করতে চলেছেন অন‌্য চট্টোপাধ‌্যায়ের বায়োপিক। আজ্ঞে! হ্যাঁ, সৌমিত্র চট্টোপাধ‌্যায়ের বায়োপিক পরিচালনা করতে চলেছেন পরমব্রত। আর জন্মদিনেই সেই বায়োপিকের অফিশিয়াল ঘোষণা করে দিলেন পরম। কীভাবে পরিচালক ন্যায়বিচার করবেন এমন ঘটনাবহুল জীবনের? জানার জন্য ধৈর্য তো একটু ধরতেই হবে।  

[আরও পড়ুন: বেলা সবে শুরু, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৫তম জন্মদিনে প্রকাশ্যে ‘বেলাশুরু’র প্রথম ঝলক ]

The post সৌমিত্রর বায়োপিকে যিশু, জন্মদিনেই ঘোষণা পরিচালক পরমব্রতর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement