shono
Advertisement

নাম বিভ্রাটে জর্জরিত ওঁরা!

এই যেমন ধরুন, কোনও ব্যক্তির পদবি যদি বল হয়, তাঁকে 'বলদা' বলে সম্বোধন করলেই কেলেঙ্কারি কাণ্ড ঘটবে৷ এতদূর পর্যন্তও হয়তো মেনে নেওয়া যায়৷ কিন্তু নিচের ছবিগুলোতে যে পদবি লেখা, তা দেখলে চোখ কপালে উঠবে৷ The post নাম বিভ্রাটে জর্জরিত ওঁরা! appeared first on Sangbad Pratidin.
Posted: 04:01 PM May 26, 2016Updated: 04:31 PM Feb 27, 2019

আশ্চর্য প্রদীপ ছবিতে শ্রীলেখা মিত্রর চরিত্রের নামটা মনে আছে? কিংবা ফুকরে ছবিতে বরুণ শর্মার? শ্রীলেখার নাম ছিল মালা মাল৷ আর বরুণ হয়েছিলেন চুচা৷ কিছু কিছু নাম অথবা নাম ও পদবি যুক্ত হয়ে যা দাঁড়ায়, তা প্রকাশ্যে বলতেও দ্বিধা বোধ হয়৷ এ তো রিল লাইফের উদাহরণ৷ রিয়েল লাইফেও অদ্ভূত নাম বা পদবি নিয়ে অনেককেই সারা জীবন কাটাতে হয়৷ নাম বিভ্রাটের বেশ কিছু নমুনা আমাদের আশেপাশেই ছড়িয়ে আছে৷ এই যেমন ধরুন, কোনও ব্যক্তির পদবি যদি বল হয়, তাঁকে ‘বলদা’ বলে সম্বোধন করলেই কেলেঙ্কারি কাণ্ড ঘটবে৷ এতদূর পর্যন্তও হয়তো মেনে নেওয়া যায়৷ কিন্তু নিচের ছবিগুলোতে যে পদবি লেখা, তা দেখলে চোখ কপালে উঠবে৷

Advertisement


না, সামনে কোনও “অব কি বার” নেই৷ এই চিকিৎসকের নামই মোদি সরকার৷ মোদি সরকারের আমলে নিশ্চয়ই তাঁর বেশ রমরমা! তা অবশ্য জানা নেই৷ তবে ২০১৪-র পরই যে তিনি বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷


এই দুই চিকিৎসককে ডাকতে রোগীরাই লজ্জা পান৷ তাহলে ভাবুন চিকিৎসকদের কী অবস্থা!


ভোটার আইডি কার্ডের নামটা বরং নিজেই পড়ে নিন৷ এ তো মুখে আনার মতোই নয়!


নাম নিয়ে বন্ধুদের আড্ডায় যে এই লাইব্রেরিয়ানকে ঠাট্টা করা হয়, তা আন্দাজ করতে খুব একটা অসুবিধে হয় না৷


নামেই কোনও মানুষের পরিচয়৷ সেই নামই যদি পরিচয় দিতে বাধা হয়ে দাঁড়ায় তাহলে বেশ মুশকিল৷ তবে এর একটা ইতিবাচক দিকও রয়েছে৷ এমন নাম একবার শুনলে আর কখনও কেউ ভুলবেন না৷


এই হোর্ডিংটি দেখুন৷ লম্বা ডিগ্রি রয়েছে যাঁর পকেটে, তাঁর পদবীতেই গলদ! নিজের নাম বললেই সামনের ব্যক্তি ভাবতেই পারেন, তাঁকে গালাগাল করা হচ্ছে৷ কী জ্বালা!


আর এই ছবিটির বিষয়ে যত কম বলা হবে, ততই ভাল৷ কারণ, এই চিকিৎসক গলা ফাটিয়ে যতই বলুন তিনি ভাল মানুষ, তাঁর পদবি কিন্তু এক্কেবারে উল্টো কথা বলে!

The post নাম বিভ্রাটে জর্জরিত ওঁরা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার