সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সিমেন্ট উৎপাদনকারীদের শীর্ষ সংগঠন ‘সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’ (CMA)-এর নেতৃত্বে এল বড় পরিবর্তন। সংগঠনের বার্ষিক সাধারণ সভায় জেএসডব্লিউ সিমেন্ট-এর ম্যানেজিং ডিরেক্টর পার্থ জিন্দাল নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে জে কে সিমেন্ট-এর ম্যানেজিং ডিরেক্টর ড. রাঘবপত সিংহানিয়া ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন।
CMA-এর ৬০ বছরের ইতিহাসে পার্থ জিন্দাল সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। অ্যাসোসিয়েশনের ইতিহাসে এই প্রথম সভাপতি ও সহ-সভাপতি—উভয় পদেই তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এলেন। তাঁদের গতিশীল দৃষ্টিভঙ্গি দেশের সিমেন্ট শিল্পকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
নতুন প্রেসিডেন্ট হিসেবে পার্থ জিন্দাল সরকারের নীতি নির্ধারণী মহলের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করবেন। তাঁর মূল লক্ষ্য হবে টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং কার্বন নিঃসরণ কমানোর দিকে নজর দেওয়া। তিনি বলেন, "দেশের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি সিমেন্ট শিল্পকে বিশ্বমানের করে তোলাই আমার প্রধান লক্ষ্য।"
অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট ড. রাঘবপত সিংহানিয়া সিমেন্ট শিল্পের একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব। তিনি নতুন প্রজন্মের নির্মাণ সামগ্রী নিয়ে গবেষণায় বিশেষ আগ্রহী। ড. সিংহানিয়া জানান, ২০৭০ সালের মধ্যে ভারতের 'নেট জিরো' লক্ষ্যমাত্রা অর্জনে CMA ভারত সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
ভারতের সিমেন্ট শিল্পের প্রায় ৭০ শতাংশ প্রতিনিধিত্ব করে CMA। নতুন এই তরুণ নেতৃত্বের হাত ধরে দেশের সিমেন্ট শিল্প আরও আধুনিক ও পরিবেশবান্ধব হয়ে উঠবে। ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নে এই সংগঠনের ভূমিকা আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
