shono
Advertisement
Gold

সোনায় বিনিয়োগে লক্ষ্মীলাভ! বাজারের হালহকিকত দেখে কী বলছেন বিশেষজ্ঞরা?

ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব সোনায়?
Published By: Subhankar PatraPosted: 08:02 PM May 30, 2025Updated: 08:16 PM May 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেয়ারের ঝুঁকিপূর্ণ বাজারে সোনায় বিনিয়োগ করলে হতে পারে লক্ষ্মীলাভ। বলছেন লগ্নি বিশেষজ্ঞরা। শুক্রবার বাজার খোলার সময় সোনার  ৯৪,৭৯৭ টাকা ছিল। আগের দিনের তুলনায় যা ০.৬২ শতাংশ কম। যা ক্রেতাদের জন্য কিছুটা আশাব্যাঞ্জক। ফলে মুনাফার আশায় সোনা ক্রয় করছেন অনেকেই। আগামী একবছরে সোনার দাম অনেকটাই বাড়বে বলে আশাবাদী বিশ্লেষকরাও। তাঁদের দাবি, আগামী বছর প্রতি ১০ গ্রাম সোনার দাম ১, ১০,০০০ টাকা পর্যন্ত পৌঁছতে পারে।

Advertisement

বৃহস্পতিবার, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর ফিউচারের দাম ঊর্ধ্বমুখী হয়ে বন্ধ হয়েছে। জুন মাসে সোনার দাম ০.১২% বৃদ্ধি পেয়ে ৯৫,৩৮৯ টাকা/১০ গ্রাম দাঁড়িয়েছে। জুলাই মাসে রুপোর দাম ০.৫৯% বৃদ্ধি পেয়ে ৯৭,৮২৬ টাকা/কেজি হয়েছে। তবে, জুলাই মাসের রুপোর দাম ৮৮৪ বা ০.৯ শতাংশ কমে ৯৬,৯৪২ টাকা/কেজিতে দাঁড়িয়েছে।

পৃথ্বী ফিনমার্ট কমোডিটি রিসার্চের মনোজকুমার জৈন জানিয়েছেন, ডলারের ওঠানামা, আন্তর্জাতিক মঞ্চে নানা ডামাডোলের কারণে সোনা ও রুপোর দাম ওঠানামা করছে। মেহতা ইকুইটিজ লিমিটেডের কমোডিটিসের ভাইস প্রেসিডেন্ট রাহুল কালান্ত্রির মতে, মার্কিন আদালতের ট্রাম্পের শুল্কনীতি নিয়ে রায়ের পর সোনার দাম প্রাথমিকভাবে কমে গেলেও পরে তা আবারও বেড়ে যায়।

বৃহস্পতিবার সোনা ও রুপোর দাম পড়তে শুরু করে। প্রাথমিকভাবে মার্কিন ফেডারেল আদালত ট্রাম্পের শুল্ক পরিকল্পনা আটকে দেওয়ার পর সোনা ও রুপোর দাম কমে যায়। তবে ট্রাম্প রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা ঘোষণা করার পর দাম আবার বাড়ে। আগামী অর্থবর্ষে সোনার দাম ১,১০,০০০ টাকার গণ্ডিতে পৌঁছবে বলেই অনুমান বিশ্লেষকদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেয়ারের ঝুঁকিপূর্ণ বাজারে সোনায় বিনিয়োগ করলে লক্ষ্মীলাভ ঘটবে? বিশেষজ্ঞ ও বাজারের পূর্বাভাস তেমনটাই।
  • শুক্রবার বাজার খোলার সময় সোনার  ৯৪,৭৯৭ টাকা ছিল। আগের দিনের তুলনায় যা ০.৬২ শতাংশ কম।
  • যা ক্রেতাদের জন্য কিছুটা লাভজনক। অন্যদিকে, বিনিয়োগকারীরাও সোনায় বিনিয়োগ করেছে। আশা ফের দাম বাড়বে।
Advertisement