Advertisement
শহিদদের রক্তে আজও সিক্ত কারগিল, বিজয় দিবসে ফিরে দেখা ভারতীয় সেনার বিক্রমগাথা
১৯৯৯ সালের ২৬ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী কারগিল যুদ্ধের ইতি ঘোষণা করেন।
আজ ২৬ জুলাই। দেশজুড়ে পালিত হচ্ছে ২৬তম কারগিল বিজয় দিবস। ১৯৯৯ সালে রীতিমতো পরিকল্পনা করে লাদাখের কারগিল জেলা দখল করেছিল পাকিস্তানি সেনা। এরপরই শুরু হয় লড়াই। যা রূপ নেয় ঐতিহাসিক কারগিল যুদ্ধের। অবশেষে ২৬ জুলাই আসে সেই ঐতিহাসিক দিন। পাক সেনাকে পরাস্ত করে যুদ্ধে জয়ী হয় ভারত। তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে কারগিল বিজয় দিবস হিসাবে পালন করা হয়।
১৯৯৯ সালের ১৩ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত চলে দু’দেশের রক্তক্ষয়ী যুদ্ধ। ভারত এই অপারেশনের নাম রাখে ‘অপারেশন বিজয়’। ৪ জুলাই পাকিস্তানের হাতে চলে যাওয়া টাইগার হিল পুনরুদ্ধার করে ভারতীয় সেনা। ফের সেখানে ওড়ে তেরঙ্গা।
কারগিল যুদ্ধে জয়লাভে অন্যতম বড় ভূমিকা পালন করেছিল ভারতীয় সেনার হাতে থাকা ‘বোফোরস গান’। ধ্বংস করে দিয়েছিল শত্রুদেশের আগ্রাসন।
টাইগার হিল পুনরুদ্ধার করার পর সহযোদ্ধাদের সঙ্গে হাঁসি মুখে ক্যাপ্টেন বিক্রম বাত্রা। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে জম্মু ও কাশ্মীর রাইফেলসের ত্রয়োদশ ব্যাটেলিয়নের সদস্য হিসেবে যোগ দেন বিক্রম। তিনি ‘শের শাহ’ নামেও পরিচিত। ৭ জুলাই ‘পয়েন্ট ৪৮৭৫’ দখল করতে অভিযান শুরু করে বিক্রমের নেতৃত্বাধীন দল। পাক সেনার ভয়ংকর গুলিবর্ষণের মুখে পড়তে হয় তাদের। তবুও তাঁর অসমসাহসী নেতৃত্বে শেষপর্যন্ত আসে সাফল্য। মাত্র ২৪ বছর বয়সে শহিদ হয়ে তিনি অমর হয়ে রয়েছেন জনমানসে।
পাকিস্তানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধে তাদের ৪০০ জন সেনা নিহত হন। আহতের সংখ্যা ৬৬৫। ৮ জন সেনা যুদ্ধবন্দি হন। অপরপক্ষে ভারতের ৫২৭ জন সেনা শহিদ হয়েছিলেন। আহত হয়েছিলেন ১,৩৬৩ জন। যুদ্ধবন্দির সংখ্যা ৫।
কারগিল যুদ্ধে প্রায় ২ লক্ষ ৫০ হাজার গোলাগুলি ও রকেট নিক্ষেপ করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি প্রথম এমন লড়াই ছিল, যেখানে একটি দেশ নিজের শত্রু দেশের উদ্দেশে এত গোলাগুলি ছুঁড়েছিল। ১৯৯৯ সালের ২৬ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী কারগিল যুদ্ধের ইতি ঘোষণা করেন।
দিল্লির ন্যাশনাল ওয়ার মেমরিয়ালে কারগিল যুদ্ধে শহিদ জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান এবং অন্যান্য সেনা আধিকারিকরা।
Published By: Subhodeep MullickPosted: 03:45 PM Jul 26, 2025Updated: 03:54 PM Jul 26, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
