Advertisement
টেম্পো চালক থেকে উড়ান সংস্থার মালিক! 'শঙ্খ এয়ার'-এর বিশ্বকর্মার আকাশ জয়ের গল্প
জানুয়ারিতেই শুরু হচ্ছে দেশের নবীনতম উড়ান সংস্থার পরিষেবা।
মাথার উপরে আকাশ দেখলে জিতে নিতে কে না চায়? কিন্তু ক'জন পারে! স্বপ্ন দেখার সাহস ও শক্তি সকলের থাকে না। কানপুরের টেম্পো চালক শ্রাবণকুমার বিশ্বকর্মা সেই বিরল মানুষদের একজন যিনি স্বপ্ন দেখতে জানেন। জানেন সেটা সত্যি করতেও। জানুয়ারির মাঝামাঝি আত্মপ্রকাশ করতে চলেছে দেশের নবীনতম উড়ান সংস্থা শঙ্খ এয়ার। যার মালিক তিনি! এ এক সত্যি রূপকথা।
ইতিমধ্যেই ওই উড়ান সংস্থা এনওসি পেয়ে গিয়েছে কেন্দ্রীয় বিমান মন্ত্রকের। জানা যাচ্ছে, আপাতত তিনটি বিমান নিয়েই শুরু হচ্ছে এই সংস্থার উড়ান। আপাতত লখনউ থেকে দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো শহরে যাতায়াত করবে বিমানগুলি। তবে এরপর থেকে উত্তরপ্রদেশেও যাত্রা করবে শঙ্খ এয়ারের বিমান, যা তাঁর নিজের রাজ্য।
অথচ মাত্র সাত বছর আগেও টেম্পো চালানোই ছিল বিশ্বকর্মার পেশা। কানপুরের মধ্যবিত্ত পরিবারে জন্ম তাঁর। গাড়িতে মাল ভরে কানপুরের রাস্তায় ছুটে বেড়াত মানুষটির টেম্পো। দৃঢ় সংকল্পকে মূলধন করে ধীরে ধীরে শৈশবের স্বপ্নপূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ সঞ্চয় করতে থাকেন তিনি। ইস্পাত, সিমেন্ট ও পরিবহন ব্যবসা থেকে যা লাভ হচ্ছিল, অধিকাংশ সেই খাতে বিনিয়োগ করছিলেন। যা অচিরেই তাঁর চোখে ফুটে থাকা স্বপ্নকে রক্তমাংসের বাস্তব করে তুলেছে।
নিজের স্বপ্নপূরণের কথা বলতে গিয়ে বিশ্বকর্মা বলেন, ''যে মানুষ একেবারে তলা থেকে উঠে আসে তাঁর চোখে সবই পড়ে- বাইসাইকেল, বাস, ট্রেন, টেম্পো... স-অ-ব।'' বিমানকেও এর চেয়ে আলাদা করে দেখতে রাজি নন তিনি।
তাঁকে বলতে শোনা যাচ্ছে, ''বিমানও বাস বা টেম্পোর মতোই পরিবহণের একটি মাধ্যম। একে কোনো বিশেষ বা অসাধারণ কিছু হিসেবে দেখা উচিত নয়।''
Published By: Biswadip DeyPosted: 08:09 PM Jan 02, 2026Updated: 09:24 PM Jan 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
