Advertisement
বছরের প্রথমদিনেও ‘ভয়াবহ’ দিল্লির বাতাস, বরফমোড়া ভূস্বর্গ পর্যটকদের ঢল, অকালবৃষ্টি মুম্বইতে
শীতের দৌড়ে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও।
দীপাবলির পর থেকেই বায়ুদূষণে জর্জরিত দিল্লি। বৃহস্পতিবার বছরের প্রথম দিন ‘ভয়াবহ’ পর্যায়ে পৌঁছল রাজধানীর বাতাস। দূষণের পাশাপাশি ঘন কুয়াশার গাঢ় পর্দায় মুখ ঢেকে গিয়েছে দিল্লির। সবমিলিয়ে দমবন্ধ পরিস্থিতি সেখানকার বাসিন্দাদের।
দূষণ রুখতে মাস খানেক আগে ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। তার ট্রায়ালও হয়। কিন্তু বৃষ্টি হয়েছে না-হওয়ার-মতো। অথচ তিনটি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বরং লাফিয়ে বেড়েছে দূষণ।
প্রতিবারের মতো এবছরও তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরে। বরফের সাদা চাদরে ঢেকেছে ভূস্বর্গের রাস্তাঘাট, গাছপালা। যেন শ্বেতশুভ্র অলংকারে সেজেছে উপত্যকা। কনকনে ঠান্ডায় বরফঢাকা ভূস্বর্গের রূপ দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। গুলমার্গের কঙ্গোদ্রিতে স্লেজের আনন্দ নিচ্ছেন বহু মানুষ।
বরফের চাদরে ঢাকা পড়েছে সোনমার্গ। হিমশীতল আবহাওয়ায় কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল যেন ‘শ্বেত মায়নগর’।
শীতের দৌড়ে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। ১৮ বছর পর বর্ষবরণে রেকর্ড ঠান্ডা বাংলায়। বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি কম। ডিসেম্বরের শেষে ঠান্ডায় জবুথবু কলকাতাবাসী।
বৃহস্পতিবার মরশুমের প্রথম তুষারপাতে ঢাকা পড়ল হিমাচল প্রদেশের ডালহাউসি। বছরের প্রথম দিনেই খুশির হাওয়া পর্যটকদের মনে। বরফে ঢাকা পড়েছে গাছপালা, রাস্তাঘাট। বরফে ঢাকা পড়েছে কুলু, মানালি এবং রোটাং পাসও।
Published By: Subhodeep MullickPosted: 07:01 PM Jan 01, 2026Updated: 07:22 PM Jan 01, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
