Advertisement
একটানা ১৮ ঘণ্টা! জানেন কেন ঘুমের চ্যাম্পিয়ন এই ৭ প্রজাতির সারমেয়?
দেখুন তো তালিকায় আপনার পোষ্য রয়েছে কি না।
নিঝুম রাত হোক বা ভরদুপুর, সর্বদা সজাগ থাকে কুকুর। নজর রাখে সবকিছুর উপর। প্রায় সকলেরই এমন ধারণা। কিন্তু জানেন কি এই ধারণা একেবারে ভুল? কিছু প্রজাতির কুকুর রয়েছে যারা ঘুমোতে ওস্তাদ। নির্দ্বিধায় বলা যায়, মানুষের চেয়েও বেশি ঘুমোতে পারে তারা। একটানা ১৮ ঘণ্টা ঘুমোলেও অবাক হওয়ার কিছুই নেই!
নিশ্চয়ই ভাবছেন এই তালিকায় কোন কোন প্রজাতির কুকুর? প্রথম নাম হল, ব্রিটিশ বুলডগ। এদের ইংলিশ বুলডগও বলে। এই প্রজাতির কুকুরকে কোনওকিছুই বিশেষ উদ্বিগ্ন করতে পারে না। বরবর ফুরফুরে মেজাজেই থাকে এরা। ঘুম এদের অত্যন্ত প্রিয়। তথ্য বলছে, দিনে ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত ঘুমোতে পারে এরা।
তালিকায় রয়েছে বাসেট হাউন্ডও। ছোট পায়ের এই কুকুরটিও অত্যন্ত শান্ত স্বভাবের। সহজেই যে কারও সঙ্গে মিশে যাওয়ায় এদের জুড়ি মেলা ভার! সাধারণও এরা ১২ থেকে ১৬ ঘণ্টা ঘুমোয়। তবে তা ২০ ঘণ্টা হয়ে গেলেও অবাক হওয়ার কোনও কারণ নেই।
ঘুমোতে ওস্তাদ সেন্ট বার্নার্ড প্রজাতির কুকুরও। আকারে বড় হওয়ায় এমনিতেই এদের বেশি বিশ্রামের প্রয়োজন। অন্যথায় শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পূর্ণবয়স্ক সেন্ট বার্নার্ড নিয়মিত ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত ঘুমোতে পারে।
গ্রেট ডেন প্রজাতির কুকুরও দিনের একটা বড় সময় কাটায় ঘুমিয়েই। বিরাট আকার হওয়ায় এদেরও স্বাভাবিকের তুলনায় বেশি ঘুমের প্রয়োজন। নিয়মিত ১২-১৪ ঘণ্টা ঘুম এদের ক্ষেত্রে খুবই স্বাভাবিক।
আকারে ছোট হলেও ঘুমপ্রিয় প্রজাতিগুলোর মধ্যেই একটি হল শিৎ জু। নিরাপদ বোধ করলে একটানা ১৬ ঘণ্টাও ঘুমোতে পারে এরা।
Published By: Tiyasha SarkarPosted: 07:27 PM Jan 01, 2026Updated: 07:27 PM Jan 01, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
