Advertisement
শহরজুড়ে যেন প্রেমের মরশুম..., ইকো পার্ক থেকে গঙ্গায় নৌকবিহার, দেখুন পয়লার সেলিব্রেশন
দেখে নিন টুকরো ছবি।
নতুন বছরের প্রথম দিন। ছুটির মেজাজে রাজ্যবাসী। কলকাতার রাজপথে জনজোয়ার। মধ্য কলকাতা থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় পর্যটকদরে। চিড়িখানা থেকে ভিক্টোরিয়া, ইকো পার্ক থেকে গঙ্গাবক্ষে নৌক বিহারে ভিড় জমালেন অনেকে। শীতের মিঠে রোদ গায়ে মেখে জনতা ঘুরল সর্বত্র। পর্যটকদের পাশাপাশি খুশি ব্যবসায়ীরাও।
বৃহস্পতিবার সকাল থেকেই চিড়িয়াখানায় ভিড় জমিয়েছিল আট থেকে আশি। বাঘ, শিম্পাজি, বিরল সাপ থেকে নানান জন্তু দেখে খুশি কচিকাঁচারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে আলিপুর চিড়িয়াখানায়।
শহরের অন্যতম দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল। বছরের প্রথম দিনে প্রেমিক-প্রেমিকার হাত ধরে হাজির তরুণ-তরুণীর দল। শুধু নতুন প্রজন্মই নয়, ভিড় জমান অনেকেই। এই চত্বরে পসরা সাজিয়ে বসেছিলেন ছোট ব্যবসায়ীরা। ভিড় হওয়ায় খুশি তাঁরাও।
আজ মেলা বসেছিল ময়দানে। কচিকাঁচাদের ভিড়ে তাঁদের হাসির শব্দে যেন প্রাণ ফিরে পেল ময়দান। ছবিতে দেখা যাচ্ছে ছোটেদের নাগরদোলায় ভিড়। চুটিয়ে মুহূর্ত উপভোগ করছে তারা।
ময়দান, চিড়িয়াখানার পাশাপাশি অনেকে ভিড় জমিয়েছিলেন রেস কোর্সেও। রেড রোডে আর সিটিসি রেস কোর্সে ডার্বি দেখতে ভিড় জমান অনেকে।
'দে দে পাল তুলে দে...'। গোধূলিতে হালকা কুয়াশায় প্রিয়জনের হাত ধরে গঙ্গার পাড়ে নৌকা বিহারে দেখা গেল অনেককে। বছর প্রথম দিনে প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটালেন অনেক যুগল।
চোখে পড়ার মতো ভিড় ছিল নিউটাউনের ইকো পার্কেও। সকাল থেকে ভিড় জমাতে থাকেন পর্যটকরা। পৃথিবীর সাত আশ্চর্যের রেপ্লিকার সামনে ভিড় জনতার।
'উধাও মনের পাখা মেলবি আয়...।' সাইক্লিংয়ে মেতে কিশোরীরা। আনন্দের সঙ্গী ভাই। ইকো পার্কে মজায় মেতেছে তাঁরা।
Published By: Subhankar PatraPosted: 08:59 PM Jan 01, 2026Updated: 09:07 PM Jan 01, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
