Advertisement
২০১৩ সালে চুপিসারে প্রথম বিয়ে, ১ বছরেই ডিভোর্স! আজও চর্চায় অরিজিতের 'অতীত'
'পাত্রী' কে ছিলেন জানেন?
প্রেম-বিচ্ছেদের গানে তাঁর জুড়ি মেলা ভার। অরিজিৎ সিংয়ের গান যেমন মন কেমনের কথা বলে, তেমনই বিরহে চোখ মোছায়! নামেই শত্রুজয়ের ইঙ্গিত। কিন্তু এহেন শিল্পীকেও এক দশক আগে 'গসিপ টেবিলে'র কন্টেন্ট হতে হয়েছিল! কেন জানেন?
অরিজিতের অতীত প্রেমচর্যা নিয়ে আজও কথা হয়। কৌতূহলী মহলের বরাবরের প্রশ্ন, ক'বার বিয়ে করেছেন অরিজিৎ সিং? গুগল বাবাজির কাছেও বহুবার এমন প্রশ্ন নিয়ে দরবার করেছে তারা।
'Arijit Singh First...' শুধু এইটুকু টাইপ করলেই 'ওয়াইফ' শব্দটা নিজে থেকেই চলে আসে। তার সঙ্গে উত্তরের বহরও চমকপ্রদ!
গুগল বলছে, অরিজিৎ নাকি দু'বার বিয়ে করেছেন। প্রথমপক্ষের স্ত্রী একজন গায়িকা! যদিও 'ফ্যাক্ট চেকে' কোনওদিনই এই বিষয়টি আটকায়নি, তবে এবার গায়কের স্বেচ্ছাবসরের পর অতীত ফুঁড়ে আবারও সেসব কাহন চর্চায়।
প্লেব্যাক দুনিয়াকে ‘আলবিদা’ জানানোর পর গত দিন দুয়েক ধরে অরিজিৎ সিংকে নিয়ে তোলপাড় সোশাল মিডিয়া। তাঁর শেষ প্লেব্যাক থেকে 'মুম্বই টু মুর্শিদাবাদে'র সম্পত্তির খোঁজও নেটপাড়ার নখদর্পণে। তার সঙ্গে 'লেজুড়ে'র মতো জুড়েছে অরিজিতের প্রথম প্রেম-বিয়ের কৌতূহলও!
গুগুল মহাশয় বলছে, অরিজিৎ সিং নাকি ২০১৩ সালে চুপিসারে শুধুমাত্র ঘনিষ্ঠদের সাক্ষী রেখেই প্রথমবার বিয়ে করেছিলেন। স্বাভাবিকভাবেই পাত্রীর পরিচয় নিয়ে কৌতূহল থাকবে।
সেখানেই দেখা যায়, অরিজিতের প্রথম স্ত্রীর নাম নাকি রূপরেখা বন্দ্যোপাধ্যায়। তেরো বছর আগে নাকি সেই গায়িকার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েছিলেন গায়ক।
উল্লেখ্য, গানের রিয়ালিটি শো ‘ফেম গুরুকুল’-এ একে-অপরের প্রতিদ্বন্দ্বিতা করলেও সেই শোয়েই অরিজিৎ-রূপরেখার বন্ধুত্ব গাঢ় হয়। আর সেখান থেকেই বছরখানেক বাদে তাঁদের সম্পর্কের গুঞ্জনও রটে যায়। তবে এখানেই শেষ নয়!
প্রথম বিয়ের সঙ্গে ডিভোর্সের হদিশও দিয়েছে গুগুল! তথ্য বলছে, একবছরের বেশি নাকি তাঁদের দাম্পত্য টেকেনি। গায়কের প্লেব্যাক অবসরের পর আবারও সর্বভারতীয় কিছু মাধ্যমে অরিজিৎ-রূপরেখার দাম্পত্য গুঞ্জন শিরোনামে। কিন্তু...
বছরখানেক আগে এই বিষয়ে মুখ খুলেছিলেন খোদ রূপরেখা। সংবাদমাধ্যমের কাছে তিনি জানান, "এটা নিছকই একটা গুজব। এর মধ্যে কোনও সত্যতা নেই। আমি আগেও বলেছি। এই ধরনের কথা আমাকে আর আমার পরিবারকে বিরক্ত করেছে। প্রথম দিকে গুরুত্ব দিইনি। পরে দেখলাম বিষয়টা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। আমাদের ভালো বন্ধুত্বটা এ ভাবে কালিমালিপ্ত হলো বলে খারাপ লাগে। অরিজিতের ম্যানেজারকে জানিয়েছিলাম বিষয়টা। কিন্তু ওর তরফ থেকে কোনও জবাব পাইনি।"
Published By: Sandipta BhanjaPosted: 09:41 PM Jan 29, 2026Updated: 09:46 PM Jan 29, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
