নীল জার্সি গায়ে জোড়া বিশ্বকাপ জিতেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতিয়েছেন। ভারতীয় ক্রিকেটে রোহিতের অবদান অনস্বীকার্য। টেস্ট ও টি২০ থেকে সরে দাঁড়ানোর পরে তাঁর খেলা দেখার একমাত্র ফর্ম্যাট এখন ওয়ানডে। কিন্তু এবার কি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নেবেন রোহিত? বৃহস্পতিবার 'শর্মাজি কা বেটা'র একটি পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
শচীন তেণ্ডুলকরের মতো কিংবদন্তির অবসরের পরবর্তী সময়ে যে দু'জন ব্যাটার ভারতীয় ব্যাটিংকে নেতৃত্ব দিয়েছেন তাঁদের মধ্যে একজন বিরাট কোহলি হলে অন্যজন অবশ্যই রোহিত শর্মা। স্বাভাবিক ভাবেই ভক্তরা চান জাতীয় দলের জার্সি গায়ে এখনও দীর্ঘদিন খেলুন 'রো-কো'। এহেন পরিস্থিতিতে তাঁদের উৎকণ্ঠা বাড়ছে।
দু'টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি হাতে রোহিত শর্মা। ফাইল ছবি
এবার কি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নেবেন রোহিত? বৃহস্পতিবার 'শর্মাজি কা বেটা'র একটি পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
এদিকে টিম ইন্ডিয়ার মহাতারকা ব্যাটারের ব্যাট কিন্তু কিউয়িদের সঙ্গে সিরিজে একেবারেই কথা বলেনি। তিন ইনিংস মিলিয়ে করেছিলেন সাকুল্যে ৬১ রান। সর্বোচ্চ ছিল মাত্র ২৬। এই মুহূর্তে ভারত খেলছে টি২০ সিরিজ। রোহিত রয়েছে বিশ্রামে। কিন্তু এই সময়ই তিনি অনুরাগীদের টেনশন বাড়িয়ে দিলেন। ইনস্টাগ্রামে তিনি এমন স্টোরি পোস্ট করেছেন, যা দেখে নানা গুঞ্জন ভাসতে শুরু করেছে। ঠিক কী লিখেছেন রোহিত? তিনি লিখেছেন, 'নতুন ভূমিকা আসন্ন। লিড_অফ ইন্ডিয়া। দেখতে থাকুন। আগামিকাল বিকেলে বড়সড় ঘোষণা।' আর এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে চর্চা।
সেই রহস্যময় পোস্ট
আসলে রোহিত ও বিরাট দু'জনেই টি২০ ছেড়েছিলেন টি২০ বিশ্বকাপ জেতার পরে। ঘোষণা করেছিলেন মাঠ থেকেই। কিন্তু টেস্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা তাঁরা করেছিলেন সোশাল মিডিয়াতেই। প্রথমে রোহিত, পরে বিরাট। সেই ঘটনাই যেন উঁকি দিচ্ছে বহু ফ্যানের মনে।
তবে অনেকেরই মতে, রোহিতের এখন খেলা ছাড়ার প্রশ্নই নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি যেমনই খেলে থাকুন না কেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত 'হিটম্যান' থাকছেনই। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে রোহিত নয়া পোস্টে কী ইঙ্গিত দিলেন? উত্তরের জন্য আপাতত শুক্রবারের বিকেল পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই ক্রিকেটবিশ্বের।
উল্লেখ্য, ভারতকে টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো ক্যাপ্টেন রোহিত শর্মা রয়েছেন এবারের পদ্মশ্রী প্রাপকের তালিকাতেও। সেই সুসংবাদের রেশ মেলানোর আগেই অনুরাগীদের মনে প্রশ্ন জাগিয়ে তুললেন রো-হিট!
