Advertisement
মুক্তির আগেই দেশপ্রেম উসকে দিল 'বর্ডার ২', 'সন্দেশে আতে হ্যায়' রিলিজে হাজির সেনা জওয়ানরা
কেমন ছিল এদিনের অনুষ্ঠান?
১৯৯৭ সালের কালজয়ী সিনেমা 'বর্ডার'-এর সিক্যুয়েল 'বর্ডার ২' মুক্তি পাবে ২৩ জানুয়ারি। কালজয়ী এই হিন্দি ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির নানা প্রচার ঝলক। সামনে এসেছিল কিছুদিন আগেই 'বর্ডার'-এর সেই আইকনিক গান 'সন্দেশে আতে হ্যায়'-এর টিজার। এবার প্রকাশ্যে এল ছবির এই গানটি।
গান লঞ্চের হাত ধরেই আরও একপ্রস্থ দেশপ্রেম উসকে দিয়ে মুক্তির আগে ইতিহাস গড়ল এই ছবি। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত 'বর্ডার ২' মূলত লঙ্গেওয়ালা যুদ্ধের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
ভারত-পাক সীমান্তের কাছে রাজস্থানের জয়সলমেরের কাছে লঙ্গেওয়ালা-টানোট অঞ্চলে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে নিয়ে হল এই আইকনিক গান লঞ্চ।
এর আগে বলিউডের বিভিন্ন ছবিতে নানা ধরনের প্রচারপর্ব দেখা গেলেও এই প্রচার একেবারেই বিরল। এদিন টানোট মাতা মন্দিরের কাছেই আয়োজিত হয় এই গান লঞ্চের অনুষ্ঠান।
এদিন ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে মঞ্চ ভাগ করেন সানি দেওল, বরুণ ধাওয়ান, সোনু নিগম। অহন শেট্টি প্রমুখ। ছবিলেন ছবির প্রযোজকেরাও। মঞ্চে 'ঘর কব আওগে' গান সোনু নিগম। তাঁর সঙ্গেই গলা মেলান জওয়ানরা।
Published By: Arani BhattacharyaPosted: 10:02 PM Jan 03, 2026Updated: 11:25 AM Jan 04, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
