Advertisement
অন্নপ্রাশনে ধুতি-পাঞ্জাবিতে 'হিরো' নিষাদ, পরম-পিয়ার ডাকে হাজির গোটা টলিউড, মেনুও জম্পেশ
জমজমাট নিষাদের অন্নপ্রাশনের অনুষ্ঠান। দেখুন অ্যালবাম।
ছয় মাস পূর্ণ হতেই ভাত খেল পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর পুত্র নিষাদ। আর সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে তারকাদম্পতির আমন্ত্রণে পৌঁছে গিয়েছিলেন সিনেদুনিয়া থেকে রাজনৈতিক ময়দানের ব্যক্তিত্বরা।
সোমবার ফার প্যাভিলিয়ন, টালিগঞ্জ ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠান যেন সিনেমহল থেকে রাজনীতির দুনিয়ার ব্যক্তিত্বদের ‘মিলনক্ষেত্র’ হয়ে উঠেছিল। পরম-পিয়ার ডাকে খুদে ‘নডি’কে আদরে ভরিয়ে দিতে হাজির ছিলেন টলিউডের সিংহভাগ তারকা থেকে প্রশাসনিক কর্তাব্যক্তিরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি পরমপুত্রের অন্নপ্রাশনের অনুষ্ঠানকে আরও বিশেষ করে তুলল। খুদেকে আদর করে বিশ্ববাংলার একটি বিশেষ উপহারও তুলে দিয়েছেন তারকা মা-বাবার হাতে। মা-মেয়ে মুনমুন সেন ও রাইমা সেনের সঙ্গে খোশ আড্ডা দিতে দেখা গেল পার্ণো মিত্রকে।
পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর পুত্র নিষাদের অন্নপ্রাশনের আসরে 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ক্যামেরায় পোজ দিলেন পার্ণো-রাইমা।
সৃজিত মুখোপাধ্যায়, জয়া আহসান, রাইমা সেন, ঋাতাভরী চক্রবর্তী, অনুষা বিশ্বনাথন-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
টলিউড ক্যুইন কোয়েল মল্লিককেও দেখা গেল সেখানে। রিসেপশনের অনুষ্ঠান নিয়ে রাখঢাক থাকলেও এবার পুত্র নিষাদের অন্নপ্রাশনে এলাহি আয়োজন পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তীর।
খোশ আড্ডা দিতে দেখা গেল অনিরুদ্ধ রায়চৌধুরি এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। তাঁদের মধ্যমণি ছিলেন জয়া আহসান। অন্নপ্রাশনের মেনুতে ছিল ভাত, মুগ ডাল, ফিশ ফ্রাই পোলাও, রুইমাছ, মাটন কষা, ফুলকপির রোস্ট। আর শেষপাতে ডেজার্টে নকুরের মিষ্টি, সন্দেশ, চমচম।
গোলাপি থিমে সেজে উঠেছিল অন্নপ্রাশনের অনুষ্ঠানের আসর। সেইমতো খুদে নিষাদকেও দেখা গেল গোলাপি ধুতি-পাঞ্জাবিতে। ছেলের সঙ্গে রং মিলান্তি পোশাকে সেজেছিলেন পিয়া-পরমব্রতও। হলুদ স্যুটে দেখা গেল দেবকেও।
Published By: Sandipta BhanjaPosted: 07:04 PM Dec 22, 2025Updated: 07:04 PM Dec 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
