Advertisement
শীতের শহরে রামধনু! যৌন স্বাধীনতা প্রতিষ্ঠার মিছিল, দেখুন ছবি
লক্ষ্য একটাই সমানাধিকার প্রতিষ্ঠা।
ডিসেম্বরের শহরে অনেক কিছুই হয়। যা কিনা আর বাকি পাঁচটা জিনিসের থেকে আলাদা। এই মাস সারা বছরের পাওয়া না পাওয়ার হিসেব জানে। আর তাই অনেক না পাওয়ার হিসেব বুকে জমিয়ে প্রতিবারের মতো এবারেও অধিকার প্রতিষ্ঠার মিছিলে পা মেলালেন তাঁরা।
তাঁরা কেউ সমকামী, কেউ রূপান্তরকামী। জন্মসূত্রে হয়তো শারীরিক ভাবে তাঁরা নারী বা পুরুষ কিন্তু তাঁদের মন-মানসিকতা, সত্তা আলাদা। সমাজ তাঁদের মান্যতা দেয় না। কিন্তু তাঁরা চান তাঁদের অধিকার প্রতিষ্ঠা করতে।
আর সেই উদ্দেশ্য নিয়েই রবিবাসরীয় বিকেলে শহর কলকাতায় হয়ে গেল তাঁদের 'প্রাইড ওয়াক'। যেখানে ছিলেন এলজিবিটিকিউ গোষ্ঠীর মানুষেরা ছাড়াও বহু মানুষ।
এই গোষ্ঠীর মানুষদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে, তাঁদের সমর্থনে পথে নেমেছিলেন বহু সাধারণ মানুষও। এদিনের এই মিছিল শুরু হয়েছিল গিরিশ পার্ক সংলগ্ন যতীন মৈত্র পার্ক থেকে। যা শেষ হয় ধর্মতলার ওয়াই চ্যানেলে।
Published By: Arani BhattacharyaPosted: 09:08 PM Dec 21, 2025Updated: 09:08 PM Dec 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
