Advertisement
টেস্টে রোহিত-কোহলি থেকে ফুটবলের মহারথীরা, ২০২৫-এ যাঁদের অবসরে মনখারাপ ভক্তদের!
চলতি বছরে অবসর নিয়েছেন বাঙালি ক্রিকেটার ঋদ্ধিমান সাহাও।
বছরভর অবসরের ধুম! যার মধ্যে অনেকগুলো হয়তো অনুমান করা গিয়েছিল। কিন্তু অনেকের অবসর আবার রীতিমতো চমকে দেওয়ার মতো। ক্রিকেটের বাইশ গজ থেকে যেমন অনেকে সরে গিয়েছেন। তেমনই ফুটবলের মহারথীদের অনেকেই বুটজোড়া তুলে রেখেছেন। ২০২৫-এ কাদের অবসরে মনখারাপ ক্রীড়াভক্তদের। ফিরে দেখল সংবাদ প্রতিদিন.ইন।
বিরাট কোহলি: চলতি বছরে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বেশি চমকে দেওয়ার মতো ঘটনা টেস্ট থেকে বিরাট কোহলির অবসর। মে মাসে ইনস্টাগ্রাম বার্তায় আচমকা লাল বলের ক্রিকেটকে বিদায় জানান। টেস্টে তাঁর রান সংখ্যা ৯৩৬০। সেঞ্চুরি ৩০টি। এর আগে অস্ট্রেলিয়া সফরে রান পাননি। তবে 'কিং' কোহলির টেস্ট অবসরের নেপথ্যে অনেকে গম্ভীর জমানার 'একাধিপত্য'কে দায়ী করেন।
রোহিত শর্মা: হিটম্যানের টেস্ট অবসর নিয়েও কম জলঘোলা হয়নি। ইংল্যান্ড সফরের দল ঘোষণার আগেই তিনি ইনস্টাগ্রামে বার্তা দিয়ে সাদা জার্সি তুলে রাখেন। ৬১ টেস্টে তাঁর রান সংখ্যা ৪৩০১। তবে তার আগে অজি সফরে রোহিত শর্মার ব্যাটে রানখরা ছিল চোখে পড়ার মতো। রোহিত টেস্ট অবসর নেওয়ার পর শুভমান গিল টেস্ট অধিনায়ক হন।
চেতেশ্বর পূজারা: রাহুল দ্রাবিড় পরবর্তী সময়ে টেস্ট ক্রিকেটের 'ওয়াল'। অস্ট্রেলিয়া হোক বা দেশের মাঠ, মাটি কামড়ে পড়ে থেকে বহু ম্যাচে ভারতকে জিতিয়েছেন। তবে ২০২৩-এ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর আর ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে খেলেননি। তাঁর অবসর যেন দেওয়াল লিখনের মতো ছিল। অবশেষে চলতি বছরের ২৪ আগস্ট সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান। ১০৩ টেস্টে রান সংখ্যা ৭১৯৫।
ঋদ্ধিমান সাহা: ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ উইকেটকিপার। বঙ্গ ক্রিকেটারকে 'সুপারম্যান' বলেও ডাকেন অনেকে। ধোনি পরবর্তী সময়ে টেস্টে উইকেটের পিছনে ভরসা ছিলেন। তবে ২০২১-এ শেষ টেস্ট খেলার পর আর সুযোগ পাননি। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলার হয়ে রনজি খেলে অবসর নেন।
গত বছর সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান রবিচন্দ্রন অশ্বিন। এ বছর আগস্ট মাসে আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নেন। ২২১টি আইপিএল ম্যাচে উইকেট ১৮৭। অন্যদিকে সেপ্টেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ভারতীয় স্পিনার অমিত মিশ্র। ২২ টেস্টে উইকেট সংখ্যা ৭৬। এছাড়া জুন মাসে অবসর নেন ভারতীয় স্পিনার পীযূষ চাওলা। ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলে ছিলেন।
অস্ট্রেলিয়াতেও এবার অবসরের ঢেউ। ফ্যাব ফোরের অন্যতম স্টিভ স্মিথ মার্চ মাসে ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়ান। দু'বার বিশ্বকাপ জয়ী দলের সদস্যের ওয়ানডে রান ৫৮০০। ম্যাড ম্যাক্স অর্থাৎ গ্লেন ম্যাক্সওয়েলও ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছেন এ বছর। প্রায় ৪০০০ রান আছে। যার মধ্যে একটি বিশ্বকাপে ডবল সেঞ্চুরি। অজি পেসার মিচেল স্টার্ক এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন। ২০২১-য় অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বাংলাদেশের 'পঞ্চপাণ্ডব'-এর মধ্যে মাহমুদউল্লা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এ বছর। মার্চ মাসে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। অন্যদিকে তামিম ইকবাল জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান। ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে গেলেও গুরুতর অসুস্থতার পর সেটাও বন্ধ হয়।
ক্রিকেট বিশ্বে জনপ্রিয় অলরাউন্ডারদের মধ্যে যেমন এবছর উল্লেখযোগ্য আন্দ্রে রাসেলের অবসর। জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান। তবে ভক্তরা প্রতীক্ষায় ছিলেন আগামী বছর আইপিএলে খেলবেন। কিন্তু ডিসেম্বরে মিনি নিলামের আগে আইপিএল থেকেও অবসর নেন নাইট রাইডার্স তারকা। অন্যদিকে শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ জুন মাসে টেস্ট থেকে অবসর নেন।
Published By: Arpan DasPosted: 05:28 PM Dec 22, 2025Updated: 05:28 PM Dec 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
