Advertisement
৩০ বছর পর সৌদিতে তুষারপাত! প্রকৃতির আজব খেয়ালে বরফে ঢাকল মরুভূমি, দেখুন ছবি
চুটিয়ে শীত উপভোগ করছেন সৌদির আমজনতা।
সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রকে মরুদেশ বলেই চেনে আমজনতা। কিন্তু মরুভূমিতে ঢাকা রুক্ষ সৌদি এবার ছেয়ে গিয়েছে বরফে। চাঁদিফাটা গরমে হাঁসফাস নয়, হিমাঙ্কের নিচের তাপমাত্রায় এখন ঠকঠক করে কাঁপছেন সৌদির আমজনতা।
ইতিহাস বলছে, গত ৩০ বছরে সৌদিতে তুষারপাত হয়নি। গত বৃহস্পতিবার থেকে বরফে ঢেকেছে উত্তর সৌদির পার্বত্য অঞ্চল। তাপমাত্রা নেমেছে মাইনাস ৪ ডিগ্রিতে। তুষারপাতের সঙ্গে চলছে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া।
চোখের সামনে দেশের বরফঢাকা রূপ দেখে অবাক সৌদির আমজনতা। শীতপোশাক পরে পথে নেমে পড়েছেন তাঁরা। বরফ নিয়ে খেলায় মেতেছে শিশুরা। বরফঢাকা পথে হেঁটে চলেছে 'মরুভূমির জাহাজ' উট, এমন বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সকলেই।
বরফে ঢাকা মরুভূমির ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু অনেকেই সেটা সত্যি বলে বিশ্বাস করতে পারেননি। কিন্তু দেশের আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, ঠান্ডা হাওয়ার জেরেই হু হু করে নেমেছে মরুদেশের তাপমাত্রা।
একদিকে যেমন তুষারপাতের আনন্দ উপভোগ করছেন সৌদির আমজনতা, অন্যদিকে বাড়ছে বিপদের আশঙ্কাও। দৃশ্যমানতা কমছে, পথঘাট পিচ্ছিল হচ্ছে। দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে অনেকখানি।
Published By: Anwesha AdhikaryPosted: 03:02 PM Dec 22, 2025Updated: 03:32 PM Dec 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
